কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উদ্যোগে বিশ্ব মানবধিকার দিবস উপলক্ষে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় হলো " আমাদের ভবিষ্যৎ আমাদের অধিকার "। মোঙ্গলবার( ১০ ডিসেম্বর) সকালে র্যালীটি কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে থানা ও উপজেলা এলাকা প্রদক্ষিণ করে আবার কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। র্যালী শেষে উপজেলার লতিফপুর সংস্থার নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানের সভাপত্বিত করেন, বিশ্ব মানবধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি মোঃ শাজাহান মিয়া,অনুষ্ঠান সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন হান্নান।
এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম অভি, কালিয়াকৈর থানার সাব ইন্সপেক্টর রফিকুল ইসলাম, দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক সিরাজু ইসলাম সিরাজ, উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি ইউনুস আলী, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন,উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, সোহেল মিয়া, মনিরুজ্জামান তপু প্রমূখ।
এ জাতীয় আরো খবর..