×
  • প্রকাশিত : ২০২৪-১২-১০
  • ২৬ বার পঠিত
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা হোমনায় পাওনা টাকা আদায় নিয়ে দ্বন্দ্বে দুই গ্রামবাসীর মধ্যে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের ঘটনায় ছয়জন আহত হয়েছেন।

সোমবার (৯ ডিসেম্বর) জেলার হোমনা উপজেলার কাশিপুর বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মো. মিজানুর রহমান, মো. জুয়েল, খাজা আহম্মেদ, কাতেবুর রহমান, আবদুল রহমান ও মো. সাগর। কাতেবুর রহমান ও খাজা আহম্মদের অবস্থা আশঙ্কাজনক।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক ৮টার দিকে পাওনা টাকা আদায় নিয়ে কাশিপুর গ্রামের আবদুর রহমানের সঙ্গে ওমরাবাদ গ্রামের জুয়েল মিয়ার মধ্যে বাকবিতণ্ডা হয়। এ ঘটনা মীমাংসা করার জন্য ওমরাবাদ গ্রামের কয়েকজন বাজারে এলে কাশিপুর গ্রামের মসজিদে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র ও ইটপাটকেল নিয়ে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষের সময় বাজারের কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাট করা হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে কুমিল্লা হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাবেদ উল ইসলাম জানান, পাওনা টাকা আদায় করা নিয়ে দুই যুবকের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ নিয়ে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এখন পযর্ন্ত কেউ লিখিত কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব‍্যাবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat