×
সদ্য প্রাপ্ত:
চকরিয়ায় যুবদলের দ্বি বার্ষিকী কাউন্সিল সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত রাঙ্গাবালীতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবি চকরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের ১ আরোহী নিহত" মহিপুরে চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার দীর্ঘ ১৬ বছর পর দেশে আসলেন ব্রাহ্মণবাড়িয়া বিএনপি নেতা ইব্রাহিম ফরিদপুর বিসিসি ও পলিটেকনিক ইনস্টিটিউটের সাথে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত বরিশাল রেঞ্জ ডিআইজির বরগুনা পুলিশের বিশেষ কল্যাণ সভায় যোগদান ভান্ডারিয়াকে বাল্য বিবাহ মুক্ত উপজেলা ঘোষনা রাণীশংকৈলে পুষ্টি বিষয়ক সচেতনামূলক ক্যাম্পেইনিং পুষ্টি মেলার সমাপনী ও পুরস্কার বিতরন গাইবান্ধায় পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার, সৎ মা আটক
  • প্রকাশিত : ২০২৪-০৯-১০
  • ২১ বার পঠিত
মাইনুদ্দিন আল আতিক, কুয়াকাটা:

পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি নেতার বসতবাড়ি দখল, পরিবারের সদস্যদের উপর হামলা ও লুটপাটসহ অস্ত্রের মুখে বসতবাড়ি লিখে নেয়ার ১৫ বছর পর সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান তালুকদার, তার ছোট ভাই আওয়ামী লীগ নেতা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিবুর রহমান, সাবেক পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. শহিদুল ইসলাম, টিয়াখালী ইউপি চেয়ারম্যান সুজন মোল্লাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৭ নেতা-কর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আসামি রয়েছে আরও ১৫/২০ জন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশীষ রায়ের আদালত উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. খলিলুর রহমান চুন্নুর নালিশী মামলা আমলে নিয়ে ওসি কলাপাড়াকে এজাহার গ্রহণের নির্দেশ দেন। বাদি পক্ষের নিযুক্তীয় কৌশুলী অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন ও আদালতের বেঞ্চ সহকারী মো. কাইয়ূম এ আদেশের সত্যতা নিশ্চিত করেছেন। মামলার বিবরণে বলা হয়, ২রা সেপ্টেম্বর ২০০৯ খ্রি. সন্ধ্যায় বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. মাহববুর রহমান ও তার ছোট ভাই অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিবুর রহমানের হুকুমে ও নেতৃত্বে সকল আসামিরা অস্ত্রের মুখে বাদির বসতবাড়ি দখল, পরিবারের সদস্যদের হত্যা চেষ্টায় আঘাত-আক্রমণসহ লুটপাট চালিয়ে বাদির স্ত্রী ও কন্যার ব্যবহৃত ৭ লক্ষ টাকা মূল্যমানের ৭ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয় এবং বসতবাড়ি ভাঙচুর করে ১ লক্ষ টাকার ক্ষতিসাধন করে। পরে ১০ সেপ্টেম্বর ২০০৯ খ্রি. রাতে আসামিরা বাদিকে অপহরণ করে সাবেক প্রতিমন্ত্রীর বাসায় নিয়ে অস্ত্রের মুখে নন জুডিসিয়াল স্ট্যাম্পে টিপসই ও স্বাক্ষর নিয়ে বাদির দেড়কোটি টাকা মূল্যমানের সাড়ে ৪ শতাংশ জমি লিখে নেয়। জমি লিখে না দিলে পেট্রোল দিয়ে বাদিসহ তার পরিবারের সদস্যদের পুড়িয়ে মেরে ফেলার হুমকি দেয় সাবেক প্রতিমন্ত্রী মাহবুব ও তার ভাই হাবিব। এরপর ৩০ সেপ্টেম্বর ২০০৯ খ্রি. রাতে আসামিরা বাদির বসতঘর জবরদখল করে ১৪ লক্ষ টাকা মূল্যমানের আসবাবপত্র দখল করে নেয়। বাদির স্ত্রী বাড়িঘর ছাড়ার শোকে বিহ্বল হয়ে মৃত্যুবরণ করে। আসামিদের ক্ষমতার দাপটে থানা পুলিশ মামলা না নিয়ে বাদিকে উল্টো মিথ্যা হয়রানিমূলক মামলায় জেল খাটানোর হুমকি দেয় বলে বাদি তার মামলায় উল্লেখ করেন। দেশে বর্তমানে নিরপেক্ষ সরকার থাকায় বাদি ন্যায় বিচার পেতে মামলা দায়ের করেছেন। এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, ‘আদালতের আদেশের কপি হাতে পেয়ে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat