এএসএম হারুন
বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে ও নৌবাহিনীর তত্ত্বাবধানে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান ও উপাসনালয়সমূহে প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
৮ ডিসেম্বর (রবিবার) ফেনী সদর উপজেলার মরহুম খাইরুল আনোয়ার পেয়ারু জিমনেসিয়ামে বানৌজা ঈসা খান ঘাঁটির অধিনায়ক কমডোর মোস্তফা জিল্লুর রহিম খান উপস্থিত থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ০৪টি স্কুল, ০১টি কলেজ, ১১টি মাদ্রাসা, ০৭টি মসজিদ, ০৪টি এতিমখানা এবং ১২টি মন্দিরের প্রতিনিধিদের নিকট এসব সামগ্রী হস্তান্তর করেন। এ সময় নৌবাহিনীর পদস্থ কর্মকর্তাগণ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গত আগস্ট ২০২৪-এ ফেনী জেলায় আকস্মিক প্রলয়ংকরী বন্যায় বাংলাদেশ নৌবাহিনী উদ্ধার, চিকিৎসা ও ত্রাণ সহায়তা প্রদান এবং পুনর্বাসন কার্যক্রম গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় ফেনীতে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান, এতিমখানা, মসজিদ, মন্দির ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিভিন্ন ব্যবহার সামগ্রী বিতরণ করা হয়। উপকরণ সামগ্রীর মধ্যে রয়েছে পানির মটর, আইপিএস, কম্পিউটার, গ্যাসের চুলা, ক্যামেরাসহ সিসি টিভি, প্যানেল সেট, সোলার প্যানেল, বৈদ্যুতিক ফ্যান, ওয়াটার ফিল্টার, ব্রেঞ্চ (ছোট ও বড়), বুক সেলফ, টেবিল, চেয়ার, মাইক ও সাউন্ড সিস্টেম, নামাজের ম্যাট ও কার্পেট, কোরআন শরিফ, মসজিদ ও মাদ্রাসার কিতাব, ডিজিটাল ঘড়ি, ঢাক-ঢোল, হারমোনিয়াম, মাদল ছাড়াও মন্দিরের বিভিন্ন ব্যবহার সামগ্রী।
উলেখ্য, সাম্প্রতিক দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যায় নৌবাহিনী জরুরিভিত্তিতে উদ্ধার কার্যক্রমের পাশাপাশি মেডিকেল টিম ও ৩৫ শয্যার ফিল্ড হসপিটাল স্থাপনের মাধ্যমে চিকিৎসা সেবা এবং ঔষধ সামগ্রী প্রদান করে। সে সময় বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ ও নৌবাহিনীর সহায়তায় বন্যা কবলিত মানুষের মাঝে বিপুল পরিমাণ খাদ্য, বিশুদ্ধ পানি ও পোশাক সামগ্রী বিতরণ করা হয়।