মোঃ সোহেল রানা, রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-
নওগাঁর আত্রাই থানার সাহেবগঞ্জ বসতবাড়িতে আগুন লেগে প্রায় লক্ষ টাকার ঘরের আসবাবপত্র পুড়ে ছাই গেছে। ওই বাড়ির দুটি টিন শেডঘর পুড়ে গেছে। শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪ তারিখ রাতে আত্রাই থানার সাহেবগঞ্জ ধোপাপাড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
সাহেবগঞ্জ ধোপাড়া পাড়া এলাকার আল-মোহম্মাদ রাখার বাড়িতে তালাবদ্ধ ঘরে আগুন লাগে। হঠাৎ ঐ তালাবদ্ধ বাড়ির কক্ষে আগুন লেগে যায়। মহুর্তেই আগুন বাড়ির অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। আতংকে এলাকার বাসী আগুনের শিখা দেখতে পেয়ে ঘটনার স্থলে ছুটে যায় এবং আগুন নিভাতে চেষ্টা করে।
আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এ সময় তালাবদ্ধ ঘরের ভিতরে থাকা সকল আসবাবপত্র পুড়ে প্রায় লক্ষ টাকার ক্ষতি হয়।
আত্রাই থানার ফায়ার সাভির্সের স্টেশন অফিসার মোঃ মইনুর রহমান জানাই শুক্রবার রাতে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সাভির্সের দুটি ইউনিট এক ঘন্টা চেষ্টায় করে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘরে তালাব্ধ ও দরজা –জানালা বন্ধ বন্ধ ছিল।
প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
আত্রাই থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ সাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন লাগার খবর পেয়ে রাতেই ঘটনারস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আগুন লাগার সময় ঐ বাড়িতে মালিক বা কোন লোক ছিল না। মালিক ঢাকায় থাকার কারনে এখনও কোন অভিযোগ পাওয়া যায় নাই। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।