এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা সদরের অশোকতলা রেল গেইট এলাকায় সজিব হোসেন বাবু নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয় মাদক ব্যাবসায়ী নয়ন ওরফে নয়ন বন্ড এবং তার সহযোগীরা পূর্ব বিরোধ বা অন্য কোন কারণে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে বলে অভিযোগ নিহতের স্বজন ও সহকর্মীদের।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে জেলার সদর উপজেলার অশোকতলা রেলগেইট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো: সজিব (২২) অশোকতলা এলাকায় পরিবারের সাথে বসবাস করতেন এবং স্থানীয় স্বপ্ন সুপার সপে কর্মরত ছিলেন। তিনি দেবিদ্বার উপজেলার সুলতানপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার ৩ ডিসেম্বর দিবাগত রাতে জীবন নামে এক যুবক সজিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে নয়ন বন্ড, চয়নসহ তার অন্যান্য সহযোগীরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে এবং ছুরিকাঘাত করে মৃত ভেবে অশোকতলা রেল লাইনের পাশে ফেলে রেখে যায়। খবর পেয়ে স্বজনরা গুরতর আহতবস্থায় তাকে উদ্ধার করে নগরীর মুন হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, নয়ন বন্ড ও তার ভাই চয়নসহ এদের সহযোগীরা এলাকার চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এলাকাবাসী জানান, সন্ত্রাসীরা নিহতের পরিবারের অন্যান্য সদস্যদের হত্যার হুমকি দিয়েছে, তাই তারা ভীষণ আতঙ্কে আছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত ও অভিযুক্তদের গ্রেফতারে থানা পুলিশসহ সেনাবাহিনী কাজ করছে বলে তিনি জানান।
এ জাতীয় আরো খবর..