নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা, চান্দহর, জামশা ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নে সরকারী আইন অমান্য করে তিন ফসলি কৃষিজমির মাটি কাটার প্রতিযোগিতা থামছে না। সরজমিনে গিয়ে জানা যায়, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের বল ধারা মানিকদহর চকে, জহির কোম্পানি, খালেক কোম্পানি,বরকত কোম্পানি এবং জলিল কোম্পানি ভেকু দিয়ে এখন পর্যন্ত প্রায় শত বিঘার বেশি তিন ফসলি কৃষি জমির মাটি কেটে ডোবা আর ডোবা নালায় পরিণত করেছেন। রাত হলেই শুরু হয়ে যায় তাদের তিন ফসলি কৃষি জমির মাটি কাটার প্রতিযোগিতা। কিন্তু জহির কোম্পানি দিনের বেলায় ও ভেকু দিয়ে তিন ফসলি কৃষি জমির মাটি কেটে ধ্বংসস্তূপে পরিণত করছেন। এদিকে জামশা ইউনিয়নের গোলায় মোড়ের পাশে, উত্তর বাস্তার মৌজায় তিন ফসলী কৃষিজমির মাটি কেটে ডুবাই পরিণত করেছেন শামীম সহ অজ্ঞাত আরো বেশ কয়েকজন মাটি ব্যবসায়ী। সিংগাইর উপজেলার বেশ কয়েকজন কৃষক, সাংবাদিকদের বলেন , আপনারা দৈনিক সোনালী কন্ঠ সহ অন্যান্য জাতীয় পত্রিকায় তিন ফসলি কৃষি জমির মাটি কাটা বন্ধে অনেক নিউজ করেছেন। প্রশাসন যদি ইচ্ছে করত, মাটির ব্যবসায়ী ও ভূমি দস্যুরা বিঘার পর বিঘা তিন ফসলি কৃষি জমির মাটিকাটা তো দূরের কথা, এক কোদাল মাটি ও কাটতে পারত না। কিন্তু প্রশাসনকে ম্যানেজ করার ফলে তিন ফসলি কৃষি জমির মাটিকাটা বন্ধ হচ্ছে না। বলধারা ইউনিয়ন ভূমি সহকারি মোঃ আতিকুল ইসলাম আতিক বলেন, এখনই ব্যবস্থা নিচ্ছি। সিংগাইর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল কাইয়ুম খান বলেন, ব্যবস্থা নেওয়া হবে।
এ জাতীয় আরো খবর..