রহমত আল আকাশ, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় এক শিক্ষককে বরখাস্ত করায় ইউএনও ফজলে এলাহীকে অপসারণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এসময় তাঁদের আন্দোলনের সাথে একাত্মতা পোষন করেন উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা।
আজ বুধবার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করেছেন তাঁরা। এ সময় সড়ক অবরোধে পঞ্চগড়-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
ইউএনওকে অপসারণের দাবিতে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। পরে বেলা দুইটায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে নেন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন পুলিশ, সেনাবাহিনী ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাসিবুল হাসান।
এ সময় উপজেলা বিএনপির নেতা–কর্মীরাও ইউএনওর অপসারণের দাবিতে নানা স্লোগান দেন এবং তাঁর অনিয়ম–দুর্নীতির কথা তুলে ধরেন।
এসব অভিযোগের বিষয়ে উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী বলেন, যে শিক্ষককে বহালের দাবিতে আজ আন্দোলন হচ্ছে, তিনি দীর্ঘ প্রায় তিন মাস বিদ্যালয়ে অনুপস্থিত। সরকার পতনের পরে তাঁকে সরিয়ে দিতে সেখানকার মানুষ বিক্ষোভ পর্যন্ত করেছেন। প্রশাসন থেকে তাঁকে তিনটি নোটিশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটি করা হয়েছে। যথাযথ আইন প্রক্রিয়া মেনে ওই শিক্ষকের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
ইউএনওর বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাসিবুল হাসান জানান, একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। সেটির বিষয়ে তদন্ত করা হবে। তদন্ত শেষে যথাযথ আইনিব্যবস্থা গ্রহণ করা হবে।
এ জাতীয় আরো খবর..