×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৪-১২-০২
  • ১৮ বার পঠিত
মোঃ নোমান সৌদি আরব প্রতিনিধি
সৌদি আরবে নতুন করে আরও ১৯ হাজারেরও বেশি প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। দেশটির আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে এই এক সপ্তাহে এই বিপুলসংখ্যক প্রবাসী গ্রেফতার করেছে সৌদি প্রশাসন। শনিবার (০১ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানায়।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, গত ২১ নভেম্বর থেকে তাদের গ্রেফতার করা হয়। বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে মিলে এই অভিযান চালানো হয়। গ্রেফতার হওয়াদের মধ্যে ১১ হাজার ২৬৮ জনকে আবাসন আইন ভঙ্গ, ৪ হাজার ৭৭৩ জনকে সীমান্ত আইন ভঙ্গ এবং ২ হাজার ৯৮৩ জনকে শ্রম আইন ভঙ্গের দায়ে গ্রেফতার করা হয়েছে।

এদের মধ্যে সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে সৌদিতে প্রবেশের চেষ্টা করছিলেন ১ হাজার ২১২ জন। তাদের ৭৩ শতাংশ ইথিওপিয়ার, ২৫ শতাংশ ইয়েমেনি ও ২ শতাংশ অন্যান্য দেশের।

এর আগে গত সপ্তাহে সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে ১৯ হাজার ৬৯৬ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। গত ১৪ নভেম্বর থেকে ২০ নভেম্বরের মধ্যে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, অবৈধ প্রবাসীদের আশ্রয় ও পরিববহন সুবিধা দিলে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat