ফুলপুর, ময়মনসিংহ:
ময়মনসিংহের ফুলপুর উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র বাবু শশধর সেনকে গত রাতে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
শনিবার (২ নভেম্বর) রাত ৩ টার দিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সানকিপাড়া নামক এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে ফুলপুর থানার ওসি আব্দুল হাদি জানান, আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। গত পৌর নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন বাবু শশধর সেন। তবে তার বিরুদ্ধে তৎকালীন পৌর নির্বাচনে ইভিএম কারচুপির অভিযোগ রয়েছে। কোটাবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামীলীগ সরকার পতনের পর থেকেই তিনি গ্রেপ্তারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন।
এ জাতীয় আরো খবর..