স্বাধীনবাংলা, ডেস্ক নিউজ :
রাজধানী ঢাকা সহ সারাদেশে নানা জাতের সবজির দাম বেড়েছে কয়েকগুণ। কয়েক দফা বন্যা ও অতিবৃষ্টির কারণে উৎপাদন কমে যাওয়ায় সব ধরনের সবজির দাম বেড়েছে, দাবি বিক্রেতাদের। রাজধানীতে প্রতিদিন বাড়ছেই কাঁচা সবজির দাম। বাজার নিয়ন্ত্রণের ব্যাপারে সংশ্লিষ্ট মহলের উদ্যোগহীনতায় হতাশ সবাই।
এদিকে,দেশের পাইকারি বাজার থেকে বেশি দামে কেনা সবজির দাম ইচ্ছেমতো বাড়িয়ে বিক্রি করছে খুচরা বিক্রেতারা। পাইকারি দামে ৪০ থেকে ৪৫ টাকা দিয়ে কেনা বেগুন শহরের বাজারে বিক্রি হচ্ছে ৮০ টাকা প্রতি কেজি। একইভাবে আলু, পটল, মূলা, করলাসহ সব ধরনের সবজিতেই কেজি প্রতি নেয়া হচ্ছে ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেশি দাম।
আরোও পড়ুন: ঢাকা-৫ আসনে জয়ী আওয়ামীপ্রার্থী কাজী মনিরুল ইসলাম ***
এ বিষয়ে কৃষি
বিভাগ জানায়, আগামী মাসের
শুরুর দিকে নতুন সবজি
বাজালে এলে কমবে এই
বাজার দর। এদিকে,
গাইবান্ধায় এক সপ্তাহ আগেও
আলুর দাম ছিলো ২০
থেকে ২৫ টাকা।
এখন সেই আলু বিক্রি
হচ্ছে ৪৫ থেকে ৫০
টাকা। অন্যান্য
সবজির দামও বেড়েছে কেজিতে
৩০ থেকে ৪০ টাকা। আড়তদাররা
বলছেন, বাজারে শাকসবজির আমদানি
কম। এছাড়া
প্রান্তিক চাষিরাও সবজির দাম বেশি
হাঁকছেন ফলে দাম কমানো
কঠিন হয়ে পড়েছে।
অন্যদিকে, অভিযোগ পাওয়ার সঙ্গেই
ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে
বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার
সংরক্ষণ অধিদপ্তর কর্তৃপক্ষ।