ডেস্ক রিপোর্ট :
সে কুমিল্লা জেলার লাকসাম থানার পশ্চিমগাঁও বাগিচাপাড়া গ্রামের মৃত দুলালের ছেলে এবং উপজেলার লাখেরাস্থ ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের শ্রমিক।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের লাখেরা লালপুল এলাকার একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে। তার বাড়ি কুমিল্লায়। সে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের শ্রমিক হিসেবে কাজ করে আসছিল।
শুক্রবার তার ভাড়া বাসার দরজা বন্ধ পেয়ে স্থানীয়রা দরজা ভেঙ্গে দেখতে পান রাব্বি ঘরের জানালার সাথে বেল্ট দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ জাতীয় আরো খবর..