স্বাধীনবাংলা, ডেস্ক রির্পোটঃ
মুজিববর্ষ উপলক্ষ্যে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে আজ ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রবিবার সন্ধ্যা ৬টায় বিশেষ এ অধিবেশন শুরু হলেও আজ বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে একটি প্রস্তাব পাস হবে। এর আগে ১৯৭২ সালের ১০ই জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ভাষণ সংসদ কক্ষে দেখানো হবে। তবে বিশেষ অধিবেশন হলেও প্রথম দিন ছিলো সাধারণ অধিবেশনের মত। সংসদ কক্ষে জাতির পিতার ছবিসহ এটাই সংসদের প্রথম বৈঠক।
আরোও পড়ুন: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হচ্ছে না ***
এদিন মৃত্যুদণ্ডের সর্বোচ্চ বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল উত্থাপন করেন নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা। বিশেষ নিরীক্ষার জন্য এটি সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। অধিবেশনের শুরুতেই শোক প্রস্তাব উত্থাপন করেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী।