মোঃ নাজমুল হুদা, লামাঃ
লামার পার্শ্ববর্তী বমু বিলছড়িতে পূর্ব শত্রুতার জেরে বাড়ি অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী সাহাব উদ্দীন গং বিরুদ্ধে। শুক্রবার (১৬ আগষ্ট) সকাল ৯ টা হতে বিকাল ৫ টায় পর্যন্ত বমু পানিস্যাবিল (৫ নং ওয়ার্ড) মসজিদের পাশে মৃত মোজাহের উদ্দীন ছেলে মোঃ জামাল উদ্দীনের বাড়িতে এ ঘটনা ঘটে। এঘটনায় বিচার প্রার্থনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অভিযোগ দায়ের এর প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগী।
ভুক্তভোগী জামাল উদ্দীন জানান, গত কিছুদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল আমার পার্শ্ববর্তী সাহাব উদ্দীন পরিবারের সাথে। শুক্রবার আমি কাজের দরুন বাড়ি থেকে ছিলাম। এসময় প্রতিপক্ষ সাহাব ও তার যুবক ছেলেরা সকাল থেকে দুপুর পর্যন্ত আমার পরিবার ছোট ছোট ছেলে মেয়েরদেরকে দিনভর দরজা জানালা ব্ন্ধ করে অবরুদ্ধ করে রাখে। আমি মাধ্যমে খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যানকে জানালে তিনি গ্রাম পুলিশ পাঠিয়ে আমার পরিবারের লোকজনকে উদ্ধার করে রক্ষা পাই। এদের ৫/৭ ছেলে মেয়েসহ আরও অজ্ঞত লোক রয়েছে।
একাধিকবার অকথ্য ভাষায় গালিগালাজ, বাড়িঘর ভাংচুর হত্যার হুমকিও দিচ্ছে তারা।
জামাল উদ্দীন এর ছোট ছেলে স্কুল ছাত্র বেলাল উদ্দীন বলেন, আমাদের ঘর ছাড়া করতে এগুলো করা হয়েছে। এর আগেও আমাদের হুমকি প্রদর্শন করেছিল। এবারে আমরা অনেক বেশি ভয় পেয়েছি। প্রতিনিয়ত তারা আমাদেরকে প্রাণে মারা হুমকি দিচ্ছে।
অভিযোগের বিষয়ে জানতে সাহাব উদ্দিন মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
এ জাতীয় আরো খবর..