বরগুনা প্রতিনিধি:
বরগুনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ছাত্রীকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসী সুমনসহ তার সহযোগীরা।
বেতাগী উপজেলার ৬নং কাজিরাবাদ ইউনিয়নের বকুলতলী গ্রামে সকাল সাড়ে নয়টায় এ ঘটনা ঘটে। আহত কলেজ ছাত্রীকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।
আহতর পরিবার জানায় তাদের নিজ জমিতে রোপণকৃত গাছ কাটতে ছিল, অভিযুক্ত সুমন ও তার স্ত্রীসহ ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে বাধা দেয়। একপর্যায়ে অহেতুক কথার কাটাকাটি করে রামদা, সেনা, লোহার রড দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে পিটিয়ে গুরুতর আহত করে কালাম মৃধার কলেজ পড়ুয়া মেয়ে ইতি সহ তিনজনকে। আহত ইতি আক্তার সাংবাদিকদের জানান আমাদের বাবার পৈত্রিক সম্পত্তি দীর্ঘদিন যাবত ভোগ দখল করে আসছি, একই এলাকার প্রতিবেশী সুমন গংরা আমাদের জমি জবরদখল করতে চায় , বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়ে আমাদেরকে হয়রানি করে আসছে, আমরা এই ভূমিদস্যদের বিরুদ্ধে আইনি বিচার চাই। এ ঘটনায় মামলা করবেন ভুক্তভোগী পরিবার। তবে ঘটনা স্বীকার করেছে অভিযুক্ত সুমন ও তার স্ত্রী, এই অপকর্ম আড়াল করতে হাসপাতালে ভর্তি হয়েছে সুমনের স্ত্রী মর্জিয়া। উক্ত ঘটনায় এখনো কোনো অভিযোগ আসেনি আসলে আইনগত ব্যবস্থা নেবেন জানান বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হক।
এ জাতীয় আরো খবর..