এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার মেঘনায় যৌথবাহিনীর অভিযান চালিয়ে মাদক কারবারের সঙ্গে জড়িত আপন ভাইসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে । পরে আসামিদের দেওয়া তথ্যে বিপুল পরিমাণ মাদক, নগদ বাংলাদেশী টাকা ও ভারতীয় রুপি এবং মোবাইল ফোন জব্দ করা হয়।
মঙ্গলবার (৪ ডিসেম্বর) ভোরে উপজেলার লুটেরচর ইউনিয়নের নয়া মোহাম্মদপুর গ্রামে বগাবাড়িতে এ অভিযান চালায় যৌথবাহিনী।
গ্রেপ্তারকৃতরা হলেন, মেঘনা লুটের চর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের আলেক মিয়ার ছেলে মোহাম্মদ আলম,মোহাম্মদ আলী ও ইমাম হোসেন এবং একই গ্রামের বারেক মিয়ার মেয়ে হাসনারা ও আব্দুস সাত্তারের মেয়ে রাজিয়া বেগম।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনার লুটেরচর ইউনিয়নের নয়া মোহাম্মদপুর গ্রামের বগাবাড়িতে অভিযান চালানো হয়। এসময় বসত ঘরের কারের ভিতর থেকে গাঁজা ৬৪ কেজি, ইয়াবা ২৬৪ পিছ, নগদ অর্থ ১৫ হাজার ৪৯০ টাকা, ভারত রুপি ১০০, মোবাইল ফোন ৭ টিসহ ৫ মাদক কারবারিকে গ্ৰেপ্তার করা হয়।
আটককৃত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের শেষে মঙ্গলবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
এ জাতীয় আরো খবর..