বরগুনা সংবাদদাতা:
বরগুনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ০২( দুই) কেজি গাঁজা সহ ১জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ।
মাদকমুক্ত সৃজনশীল সমাজ গঠনের বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, পিপিএম-সেবা, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।
এরই ধারাবাহিকতায় ১৪ জুলাই ২০২৪ ইং বরগুনা সদর থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা বরগুনার এসআই (নিঃ)মোঃ ইমাম হোসেন সোহাগ সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় বরগুনা সদর উপজেলার ,গৌরিচন্না ইউনিয়নের ০২নং ওয়ার্ডস্থ নতুন বাসস্টান্ড ভবনের সামনে পাঁকা মাঠের উপর থেকে মোঃ শানু হাওলাদার (৫৫) পিত- মৃত হাসেম হাং, সাং- আঙ্গারপাড়া, কেওড়াবুনিয়া ইউপি, থানা ও জেলা- বরগুনা, হাল সাং- চরকলোনী, ১নং ওয়ার্ড, বরগুনা পৌরসভা, থানা ও জেলা- বরগুনাকে ০২( দুই) কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়। যাহার অবৈধ বাজার মূল্য অনুমান ১,২০,০০০/- ( এক লাখ বিষ হাজার) টাকা গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সদর থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে জানান জেলা গোয়েন্দা ডিবির (ওসি) মোঃ বশির আলম।
এ জাতীয় আরো খবর..