নিরঞ্জন মিত্র (নিরু) ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের দুর্নীতি বন্ধ ও সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
(১৪ জুলাই) রবিবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় হাসপাতালের পরিচালকের অপসারণ দাবি করেন জেলার কর্মরত সাংবাদিকরা। পরে সড়ক অবরোধ করেন সাংবাদিকরা। আধাঘণ্টা পর কর্মসূচি শেষ হলে যান চলাচল স্বাভাবিক হয়।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ কবিরুল ইসলাম সিদ্দিকী বলেন, সাংবাদিকদের সঙ্গে হাসপাতালের পরিচালক ডাঃ হুমায়ুন কবিরের অশোভন আচরণের প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এছাড়া তার অপসারণ দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী বরবার স্মারকলিপি দেয়া হয়েছে। আর দাবি আদায় না হওয়া পর্যন্ত স্বাস্থ্য দফতরের ইতিবাচক সংবাদ বর্জন অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, এর আগে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়েছিল। কিন্তু পরিচালককে অপসারণ করা হয়নি। এ কারণে আমরা রাস্তায় নেমেছি। পরিচালক হুমায়ুন কবিরকে অপসারণ না করা পর্যন্ত আমাদের লাগাতার কর্মসূচি চলবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম পিকুল, সিনিয়র সাংবাদিক মফিজ ইমাম মিলন, মোঃ সেলিম হোসেন, মাহফুজুল আলম, নাজিম বাকাউল, আনোয়ার জাহিদ, সিরাজুল ইসলাম ও মনিরুজ্জামান মনির প্রমুখ।
এর আগে ৭ জুলাই পরিচালকের অপসারণ দাবিতে জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদারের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।
এ জাতীয় আরো খবর..