ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের নব ঘোষিত ফয়সাল আহমেদ পড়াশোনা করছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে। তিনি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সাবেক সহ সভাপতিও ছিলেন।
ফয়সাল আহমেদের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের বাসিন্দা মো. শয়ান উদ্দিনের ছেলে।
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের পূর্ণাঙ্গ এই কমিটির সহ-সভাপতি হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।
এর আগে, শনিবার (৪ মে) রিয়াজ মাহমুদকে সভাপতি ও সাগর আহমেদ শামীমকে সাধারণ সম্পাদক করে এই কমিটির অনুমোদন দেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
কমিটির অনুমোদন দিয়ে এতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘স্মার্ট বাংলাদেশ’, ‘স্মার্ট মহানগর’ বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।
কমিটিতে সহ-সভাপতি হয়েছেন ৬৮ জন। এছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক ১১ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন ১১ জন।
এ জাতীয় আরো খবর..