×
সদ্য প্রাপ্ত:
ছাত্রদের সঙ্গে পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়ার অঙ্গীকার মেয়র ডা. শাহাদাতের দেবহাটায় জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ আসিফ ও আহতদের স্মরনে স্মরন সভা এক্স-রে করে যুবকের পেটে মিলল ইয়াবা ৬০০ পিচ আমতলীতে কোরআন শরীফ ও মুহাম্মদ(স.)কে নিয়ে শিক্ষকের কটুক্তি কুড়িগ্রাম জেলা নদী ভাঙনের করাল গ্রাসে বিপর্যস্ত জনজীবন, কমে যাচ্ছে কৃষি ও বাসস্থানের জমি ফেনীতে শেষরাতে খামার কর্মচারীকে হত্যা, ৪ লক্ষ টাকার গরু ডাকাতি ছাত্রদের সঙ্গে পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়ার অঙ্গীকার মেয়র ডা. শাহাদাতের সম্মেলনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদীর হোসেন মো. জসিমের ওপর হামলা সরবরাহে কৃত্রিম সংকট তৈরিতে কঠোর পদক্ষেপ: বাণিজ্য উপদেষ্টা খুলনা আদালতের জেলা পিপি এড.তুষার, জিপি এড. জাকির
  • প্রকাশিত : ২০২৪-০৫-১৫
  • ৪৮ বার পঠিত
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর  উপজেলার  বেপারীপাড়া গাছ কাটাকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। জানা যায় ঘিওর বেপারীপাড়ার মোঃ মোক্তার হোসেনের স্ত্রী ও দুই সন্তানের জননী সুজনা খাতুনকে, প্রতিবেশী জুয়েল বেপারী, পিতা-মৃত মুক্তার বেপারী, ২/তারা বানু, পিতা মৃত মোকসেদ ব্যাপারী, স্বামী জুয়েল বেপারী ৩/মাজেদা, স্বামী মৃত মোক্তার বেপারী, ৪/জেরিন, পিতা জুয়েল বেপারী ৫/জুবায়েল ব্যাপারী, পিতা জুয়েল বেপারী সর্বসাং গোলাপনগর বেপারী পাড়া,    ৬/শাহিনুর, পিতা মৃত শহর আলী, গ্রামঃ সাহিলী,থানাঃ শিবালয়, জেলাঃমানিকগঞ্জ  ৭/আমিনুর বেপারী পিতা মৃত মোকসেদ ব্যাপারী, গ্রাম গোলাপনগর ব্পোরী পাড়া, ঘিওর, মানিকগঞ্জ,৮/কোহিনুর, পিতা : মোকসেদ বেপারী, গ্রাম: গোলাপনগর, ঘিওর মানিকগঞ্জ, ৯/সহ অজ্ঞাতনামা ৪-৫ জন মাথা সহ বিভিন্ন স্হানে গুরুতর আঘাত করে হত্যা করে পালিয়ে যান।সরজমিনে গিয়ে জানা যায়, আসামিরা অত্যন্ত খারাপ প্রকৃতির লোক। আসামিরা সুদের ব্যবসা ও অবৈধ ড্রেজার বাণিজ্যের সাথে জড়িত। এদের সুদের ব্যবসার রোসানলে পরে অনেকেই আত্মহত্যা করেছেন বলে জানা যায়। এছাড়া সাবেক যুবলীগ নেতা আমিনুর বেপারীর ড্রেজার বাণিজ্যের ফলে, ঘিওর সরকারি কলেজ,ঘিওর ডি এন  হাই স্কুল এবং ঘিওর শ্মশানঘাট সহ নদী পারের ঘরবাড়ি, ঘিওর ধানহাট  নদী গর্ভে  বিলিনের পথে। কিন্তু দুঃখের বিষয় হল যুবলীগ নেতা আমিনুর বেপারীর অবৈধ ড্রেজার বাণিজ্য নিয়ে, দৈনিক সোনালী কন্ঠ পত্রিকায় বারবার নিউজ হওয়ার পরে ও প্রশাসন বন্ধ করার ব্যবস্থা না করে, নিরবতা পালন করছেন। এই অবৈধ ড্রেজার ব্যবসায়ীর ড্রেজার ঘিওর শ্মশান ঘাটের সাথে এখনো চলমান রয়েছে। অবৈধ ড্রেজার বাণিজ্যর পাশাপাশি সাবেক যুবলীগ নেতা আমিনুর বেপারী ও তার বোনেরা মিলে (বর্তমান চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিরা )সুদের ব্যবসার নামে, গ্রামের সহজ সরল অসহায় মানুষদের চড়া সুদের ফাঁদে ফেলে , সুদের টাকা ফেরত না দিতে পারলে, টর্চারের করে অনেক ভুক্তভোগীদের আত্মহত্যা করতে বাধ্য করেছেন।  ঘিওর উপজেলার বেপারিপাড়া গোলাপনগর এর সর্বস্তরের জনগণ   নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে, চড়া সুদের কারণে যাদের প্রাণহানি ঘটেছে, তাদের প্রাণহানির বিচার সহ বর্তমান চাঞ্চল্যকর হত্যার ন্যায়বিচার চেয়ে, সকল আসামীদের ফাঁসির আদেশের জন্য সুপারিশ করে, মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানিয়েছেন। নিহতের স্বামী তার স্ত্রীর একমাত্র বর্তমান নাবালক  ছেলে, নাবালিকা মেয়ে তাদের মায়ের হত্যাকারীদের ন্যায় বিচার চেয়ে ফাঁসি দিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার দাবি জানিয়েছেন।মোঃ মোক্তার হোসেন, পিতা-মৃত মোঃ মজিদ বেপারী,গোলাপনগর বেপারীপাড়া,ঘিওর মানিকগঞ্জ, বাদী হয়ে    ঘিওর থানায় ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ ধারায়  মামলা দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat