দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: র্যাব-১২ কুষ্টিয়া অভিযান চালিয়ে দৌলতপুর উপজেলার বৈদ্যনাথতলাগ্রাম থেকে ২৫৯ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে র্যাব-১২সিপিসি-১ কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে । র্যাব-১২ কুষ্টিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, র্যাব-১২সিরাজগঞ্জ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন (পিপিএম) এরনির্দেশনায় কুষ্টিয়া কোম্পানীর সিপিসি-১ এর একটি চৌকষআভিযানিক দল মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৬টার দিকে দৌলতপুর উপজেলার বৈদ্যনাথতলা গ্রামে অভিযান পরিচালনা করে।
এসময় চরদিয়াড় গ্রামের মোঃ লুৎফর মালিথার ছেলে ফৌরদোসমালিথা(৪২), বৈদ্যনাথতলা গ্রামের মৃত শাহাদত মালিথার ছেলে মোঃ সাজদার হোসেন (৪৩), ও বৈদ্যনাথতলা গ্রামের মোঃ আব্দুলমালেকের ছেলে মোঃ বজলুর রহমান (৩৮)কে গ্রেফতার করে ২৫৯ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। যারআনুমানিক মূল্য ৭ লাখ ৭৭ হাজার টাকা বলে জানায়।
আটককৃতদের স্বীকারোক্তিতে তারা জানায় দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসা চালিয়ে আসছে। গ্রেফতাকৃতদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। অপর দিকে সোমবার ভোরে কুষ্টিয়ার মিরপুর ও দৌলতপুরে পৃথক অভিযান পরিচালনা করে ৩২০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে।
এ সময় একটি ড্রাম ট্রাক, একটি কভারভ্যানসহ ৪জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ৯লাখ ৬০ হাজার টাকা বলে র্যাব- ১২ কুষ্টিয়া জানায়।
এ জাতীয় আরো খবর..