রহমত আল আকাশ, দিনাজপুর প্রতিনিধি:
ইসলামি ছাত্রশিবিরের শতভাগ জনশক্তি মাদকমুক্ত বলে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, আমরা সবসময় ক্যাম্পাসে শিক্ষার্থীদের একটা ভালো প্লাটফর্ম দিতে চেয়েছি। ছাত্রশিবির চায়, শিক্ষার্থীরা সবসময় মাদক থেকে দূরে থাকুক। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ছাত্রশিবিরের শতভাগ সদস্য মাদকমুক্ত। শিক্ষার্থীদেরকে সুন্দর পড়াশোনার পরিবেশ দিতে ছাত্রশিবির সবসময় বদ্ধপরিকর।
আজ শনিবার (২৩ নভেম্বর ২৪) সকালে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শাখা ছাত্রশিবির কর্তৃক আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ছাত্রশিবিরের জন্মই ১৯৭৭ সালে, ১৯৭১ সাল নিয়ে শিবিরের নামে যে অপপ্রচার চালানো হয় তা ভিত্তিহীন। তখন রাজনৈতিক দল হিসেবে শিবির ছিলোনা।
এসময় শিবির সেক্রেটারি বলেন, অপপ্রচারের বিরুদ্ধে সবসময় আমরা ভালোবাসা ছড়িয়ে দিয়েছি। যারা অপপ্রচার চালায় তাদেরকে বলবো চোখ থেকে কাঠের চশমা খুলে নিজের বিবেক-বুদ্ধি দিয়ে বিচার করুন। তাহলেই ছাত্রশিবির সংগঠন সম্পর্কে সঠিকভাবে জানতে পারবেন।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. আফসার আল মাহমুদ এবং অনলাইনের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে বক্তব্য রাখেন হাবিপ্রবি ছাত্রশিবিরের সাবেক সভাপতি ড. আবদুস সোবহান, অহিদুল ইসলাম অকিকসহ সংগঠনের দায়িত্বশীল সদস্যরা।
অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান অতিথি এবং শেষে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। উপহার হিসেবে কলম, টেবিল ক্যালেন্ডার, সংক্ষিপ্ত পরিচিতি এবং কিছু বই উপহার দেওয়া হয়।
এ জাতীয় আরো খবর..