মোর্শেদ আলম মালেক, রাজবাড়ী:
রাজবাড়ী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাচীর ভেঙে দুর্বৃত্তরা রাতের অন্ধকারে দখলে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সদ্য যোগদানকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ মোঃ হাফিজুর রহমান সাংবাদিকদের জানান,গত ১৫/১১/২৪ ইং তারিখ শুক্রবার রাতে শহরের বেড়াডাঙ্গা এলাকার প্রভাবশালী ফয়সাল এবং শিমুল আহমেদের নেতৃত্বে একদল দুর্বৃত্ত কলেজের সামনের টিনের প্রাচীর ভেঙে জায়গা দখলে নিয়ে স্থাপনা নির্মাণের কাজ শুরু করে। ঘটনাটি আমরা কলেজ কর্তৃপক্ষ জানতে পেরে পরদিন স্থাপনা নির্মাণে বাঁধা প্রদান করি। বাঁধা প্রদান করায় দুর্বৃত্তরা বিভিন্ন ভাবে আমাদেরকে ভয়ভীতি প্রদর্শন করছে। উক্ত ঘটনাটি কলেজের সভাপতি রাজবাড়ী জেলা প্রশাসক মহোদয়কে মৌখিক ভাবে জানিয়েছি, এবং জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে সমাধানে আশ্বস্ত করেছেন। অন্যদিকে জায়গাটি বাংলাদেশ রেলওয়ের সম্পত্তি হওয়ায় দুর্বৃত্তদের বিরুদ্ধে রাজবাড়ী রেলওয়ে কর্তৃপক্ষের নিকট লিখিত আকারে অভিযোগ জানিয়েছি,রেলওয়ে কর্তৃপক্ষ তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
উল্লেখ্য যে, দেশের শ্রেষ্ট এবং রাজবাড়ী জেলার একমাত্র হোমিওপ্যাথিক কলেজটি রাজবাড়ীর সাবেক জাতীয় সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের মরহুম পিতা ডাঃ এ,কে,এম ওয়াহিদের প্রতিষ্ঠিত এই কলেজ। ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ মোঃ হাফিজুর রহমান হোমিওপ্যাথিক কলেজটি রক্ষার্থে সর্বোস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।
এ জাতীয় আরো খবর..