×
সদ্য প্রাপ্ত:
বিয়ের ছয় মাস পর গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূর আত্মহত্যা কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু রাজবাড়ী হোমিওপ্যাথিক কলেজের প্রাচীর ভেঙে দখলে নিয়েছে দুর্বৃত্তরা ফ্লিকের বার্সেলোনায় মুগ্ধ মেসি দেশের সব সংকট সমাধানে দ্রুত নির্বাচন প্রয়োজন: তারেক রহমান ডেঙ্গুতে প্রাণ গেল আরও ১০ জনের আওয়ামী লীগ মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলেছে -অধ্যক্ষ মাওলানা শাহজাহান আল মাদানী বান্দরবানে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত ছাত্রশিবিরের শতভাগ সদস্য মাদকমুক্ত: কেন্দ্রীয় সেক্রেটারি জাহিদুল ইসলাম আমাদের জ্ঞানের মাধ্যম হচ্ছে বই ময়মনসিংহ বিভাগীয় বইমেলা'র সমাপনীতে বিভাগীয় কমিশনার
  • প্রকাশিত : ২০২৪-১১-২৩
  • ৭ বার পঠিত
ইব্রাহিম মুকুট, ময়মনসিংহঃ
শুক্রবার ২২ নভেম্বর ময়মনসিংহ টাউন হল প্রাঙ্গণে ৮দিন ব্যাপী ময়মনসিংহ বিভাগীয় বইমেলা-২০২৪ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, ময়মনসিংহ বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় বিভাগীয় বইমেলায় ৮টি সরকারি, ৫৭ টি বেসরকারি ও ৬টি সেবাধর্মী স্টল ও প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত মেলায় বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, ছাত্র, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকসহ  ময়মনসিংহ বিভাগের জেলা ও উপজেলা সমূহের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। বিভাগের সকল পর্যায়ের বইপ্রেমীদের অংশগ্রহণের মধ্য দিয়ে প্রাণবন্ত পরিবেশে বইমেলা অনুষ্ঠিত হয়। বইমেলায় অংশগ্রহণকারী পুস্তক প্রকাশক ও বিক্রেতাগণ ও বইমেলায় বইবিক্রিতে  নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছেন। পুস্তক প্রদর্শনের পাশাপাশি মেলা উপলক্ষে কুইজ, রচনা, কবিতা আবৃত্তি,  উপস্থিত বক্তৃতা  এবং চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।  এছাড়া বইমেলা চলাকালীন প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে বিভিন্ন শিল্পগোষ্ঠীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।সমাপনী অনুষ্ঠানে ।

প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। প্রধান অতিথি বলেন, আমাদের জ্ঞানের মাধ্যম হচ্ছে বই। বইয়ের ব্যাপক প্রচারের জন্য বই পড়া এবং উৎসাহিত করার জন্য মূলত বইমেলার আয়োজন করা হয়েছে। আমরা চাইবো ভবিষ্যতে বই পড়াকে উৎসাহিত করতে। বই পড়া যদি নেশা থাকে তাহলে ছেলে মেয়ে কখনো নষ্ট হবে না। কখনো বিপথগামী হবে না, তার মধ্যে সৃষ্টিশীলতা তৈরি হবে। কাজেই আপনারা যারা অভিভাবকগণ রয়েছেন সবাই বই পড়ার ব্যাপারে উদ্বুদ্ধ করবেন।  এছাড়াও তিনি বলেন, এই বইটাই তাদেরকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবেন।

ময়মনসিংহ অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ ইউসুফ আলী সভাপতি হিসেবে বক্তব্যকালে ময়মনসিংহ বিভাগীয় বইমেলা-২০২৪ আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান। তিনি বলেন, মানুষ যখন গান, বাজনা, বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত হবে তখন মানুষের ভিতর থেকে অপরাধ প্রবণতা কমে আসবে। মানুষ যখন নেতৃত্বের মাধ্যমে তার জ্ঞানের বিকাশ ঘটাবে তখন তার ভিতরে যে অপরাধ করার ইচ্ছা সেই ইচ্ছা নষ্ট হয়ে যাবে।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক জনাব ফরিদ আহমদ, ময়মনসিংহ জেলা প্রশাসক জনাব মুফিদুল আলম, ময়মনসিংহ মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জনাব মোঃ খাইরুল ইসলাম, জাতীয় গ্রন্থকেন্দ্রের উপপরিচালক জনাব মোঃ ফরিদ উদ্দিন সরকার।

অনুষ্ঠান শেষে বইমেলা উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat