নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের তাড়াশে ৭ই ফেব্রুয়ারি সুভাষ সিং বাদী হয়ে বরেন্দ্রসহ সেচ কমিটি ও বিএডিসি এবং পল্লী বিদ্যুৎ সমিতি ১, বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
তাড়াশ উপজেলার দেশী গ্রাম ইউনিয়নের গুড়পিপুল মৌজায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন সমিতির গভীর নলকূপ স্থাপন করেন। গভীর নলকূপটি দীর্ঘদিন যাবত সেচ কার্যক্রম পরিচালনা করে আসছে। যাহার আইডি নং ৪৭/৯২২।
শ্রী সুভাষ চন্দ্র সিং জানান, আমি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন গড়পিপুল গভীর নলকূপ কমিটির সদস্য আমাদের গভীর নলকূপ থাকা সত্ত্বেও অনৈতিকভাবে রুবেল নামের ব্যক্তিকে বিএডিসির সেচ লাইসেন্স দেয়া হয়, তাৎক্ষণিক ভাবে উপজেলা সেচ কমিটি বরাবর অভিযোগ করলে বিআরডিসি বিগত ২৫-১২-২১ইং তারিখে সরো জমিনে তদন্ত করে রুবেল নামের লাইসেন্সটি অযোগ্য বলে বাতিল করে। পুনরায় উপজেলা সেচ কমিটি ২৬, ১, ২০২৩, ইং তারিখে রুবেল নামের আবেদনটি যোগ্য তালিকায় প্রকাশ করেন। যাহা সেচ নীতিমালা বহিভূত উক্ত দাগে অগভীর নলকূপ স্থাপন করিলে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃক গভীর নলকূপটি ক্ষতিগ্রস্ত হবে, সেই সাথে সরকারি রাজস্ব কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
গুড় পিপুল বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃক গভীর নলকুপ এর দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার মোঃ বারিক হোসেন জানান, এ বিষয়ে আমি একটা অভিযোগ করেছিলাম উপজেলা সেচ কমিটি ও পল্লী বিদ্যুৎ অফিস বরাবর, কিন্তু নানা প্রতিকূলতার কারণে আমি অভিযোগ তুলে নিতে বাধ্য হই।
এ বিষয়ে তাড়াশ উপজেলা বিএডিসি দায়িত্বপ্রাপ্ত অফিসার মোঃ মোঃ মমিনুর ইসলাম জানান। আমি তাড়াশে যোগদান করার আগে রুবেল নামের লাইসেন্সটি দেওয়া হয, গভীর নলকূপ সেচ কমিটির সদস্যদের অভিযোগের কারণে আবার লাইসেন্সটি অযোগ্য বলে প্রকাশ করে। পরবর্তীতে উপজেলা সেচ কমিটি পুনরায় লাইসেন্সটি যোগ্য বলে প্রকাশ করে। তবে বর্তমানে অভিযোগ পেলে সরোজমিনে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে তাড়াশ পল্লী বিদ্যুৎ সমিতির ১ এর দায়িত্বপ্রাপ্ত অফিসার ডিজিএম মুঠোফোনে জানান, বিএডিসি লাইসেন্স দেওয়া না দেওয়া এটা উপজেলা সেচ কমিটির বিষয়, আমরা শুধু বিদ্যুৎ কানেকশন করে দেই তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এ জাতীয় আরো খবর..