সরকার পতনের এক দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি গণমিছিলে অংশ নিতে কমলাপুর স্টেডিয়াম এলাকায় জড়ো হচ্ছেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা। তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হচ্ছেন।
গণমিছিল শুরু হওয়ার কথা বেলা ২টায়। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে আড়াইটাও শুরু হয়নি। গণমিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশের জন্য স্টেডিয়ামের পাশে ট্রাকে একটি মঞ্চ করা হয়েছে।
নেতাকর্মীরা সরকার পতনের দাবিতে নানা স্লোগান দিচ্ছেন।
ঢাকা দক্ষিণ বিএনপির ব্যবস্থাপনায় এই গণমিছিলে নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিশেষ অতিথি থাকবেন গয়েশ্বর চন্দ্র রায় ও ড. আবদুল মঈন খান।
আরও উপস্থিত থাকবেন ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, আহমদ আযম খান, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী, জয়নাল আবেদীন ভিপি, চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, ফজলুর রহমান, মঈনুল ইসলাম খান শান্ত, যুগ্ম মহাসচিব এ এম মাহবুব উদ্দীন খোকন, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, হারুন অর রশিদ, বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দীন আহমেদ অসীম, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সেলিম ভূঁইয়া, স্বনির্ভর বিষয়ক সম্পাদক, শিরিন সুলতানা।
এ গণমিছিল সমন্বয় করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। সঙ্গে থাকবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব তানভীর আহমেদ রবিন।
দক্ষিণের গণমিছিলটি মুগদার কমলাপুর স্টেডিয়াম এলাকা থেকে শুরু হয়ে মালিবাগ রেলগেট পর্যন্ত গিয়ে শেষ হবে। উত্তরের গণমিছিলটি উত্তর বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে থেকে শুরু হয়ে মালিবাগে আবুল হোটেলে সামনে গিয়ে শেষ হবে।
এ জাতীয় আরো খবর..