×
  • প্রকাশিত : ২০২৫-০২-০৫
  • ৪ বার পঠিত
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি

কুমিলার দাউদকান্দির বলদাখাল র‍্যাবের অভিযানে প্রাইভেট কার ভর্তি ৬০ কেজি গাজাসহ ২ মাদক ব‍্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (৪ফেব্রুয়ারী) দিবাগত রাতে জেলার দাউদকান্দি উপজেলার বলদাখাল এলাকায়  অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র‍্যাব সদস্যরা।
আটককৃত আসামীরা হলেন, সাইয়িদ বেপারী (২৮) বরিশাল জেলার গৌঁরনদী উপজেলার লেবুতলী গ্রামের জলিল বেপারীর ছেলে ও মো: শিমুল (৩৮) কুমিল্লার ব্রাম্মনপাড়া উপজেলার নাগাইস গ্রামের মৃত আব্দুল বারেক মিন্টুর ছেলে।

র‍্যাব সুত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল কুমিল্লার দাউদকান্দি উপজেলার বলদাখাল এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার তল্লাশি করে ৬০ কেজি গাঁজাসহ ২ মাদক ব‍্যাবসায়ীকে আটক করে। এসময়  মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে জব্দকৃত প্রাইভেটকার ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করতো। 
আটককৃত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা দাউদকান্দি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বুধবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat