মো: আমান খন্দকার বুড়িচং (কুমিল্লা প্রতিনিধি)
কুমিল্লা বুড়িচংয়ে থানা পুলিশের অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র- জনতার আন্দোলনে হা ম লা চালানোর অভিযোগে ষোলনল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক নেতা সোলায়মান গ্রেপ্তার।
আটককৃত আসামি সোলায়মান বুড়িচং উপজেলার ষোলনল গ্রামের সাকু মিয়ার ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল হক এর নেতৃত্বে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভো বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ভরাসার বাজার এলাকা থেকে বুধবার ৫ ফেব্রুয়ারী ভোর রাতে তাকে গ্রেফতার করা হয়। ছাত্রজনতার আন্দোলনে হামলার ঘটনায় বুড়িচং থানার একটি মামলায় (মামলা নং-৭) তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক।