×
  • প্রকাশিত : ২০২৫-০২-০৫
  • ৫ বার পঠিত
মো. তোফাজ্জল আশুগঞ্জ প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কৃষকের অভিযোগের সত্যতা পেয়ে উপজেলা উপসহকারী কৃষিকর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে কতৃপক্ষ। আশুগঞ্জ কৃষি অফিস সত্রে জানাজায় গত ৯জানয়ারি উপজেলার তাল শহর ইউনিয়নের দাযিত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম ভূইয়ার বিরোদ্বে তালশহর গ্রামের নাইমুল হক নামের এক কৃষক তিনি প্রণোদনা না পাওয়ায় এবং মাষ্টাররোলে তার সাক্ষর জাল করায় আশুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা  মো. হসিব আব্দুল্লাহর বরাবর একটি  লিখিত অভিযোগ করেন। কৃষক নাইমুল হকের অভিযোগে ভিত্তিতে উপজেলা কৃষিকর্মকর্তা মো. হাসিব আবদুল্লাহ  তিনি  উপজেলা সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার মো. রুবেল মিয়া ও  সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আজিজুন্নাহারকে দিয়ে   ২ সদস্যের একটি তদন্ত কমিটি করে ৩ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়। তদন্তের দায়িত্বে থাকা  দুই কর্মকর্তা  কৃষকের অভিযোগের সত্যতা পের্য়ে দুদিরে মধ্যে রিপোর্ট জমা দেন । তারপর ব্রাহ্মণবাড়য়া জেলা কৃষি অধিদপ্তর উপসহকারী কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম ভূইয়াকে গত ২২ জানুয়ারি সামযিক ভাবে বরখাস্ত করে তাকে আশুগঞ্জ থেকে বদলির আদেশ দিয়ে চাঁদপুর জেলার হাইমচর উপজেলায় প্রেরণ করেন। স্থানীয় কৃষকরা জানান শফিকুল ইসলাম ভূইয়া দির্ঘ ৮ বছর আশুগঞ্জ থাকা অবস্থায় তিনি অনেক অনিয়ম করে গেছেন। অভিযোগকারী কৃষক নাইমুল হক জানান আমার অভিযোগের ভিত্তিতে উপসহকারী কৃষিকৃষি অফিসার  শফিকুল ইসলাম ভূইয়াকে উর্ধতন কর্মকর্তাগণ সাময়িক বরখাস্থ করে আশুগঞ্জ থেকে বদলির আদেশ দেয়ায় আমি কতৃপক্ষেরে নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা হাসিব আব্দুল্লাহ জানান গত ৯ জানুয়ারি তালশহর গ্রামের নাইমুল হক নামে এক কৃষক উপসহকারী শফিকুল ইসলামের বিরোদ্ধে আমার নিকট একটি লিখিত অভিযোগ করলে আমি ২ সদস্যে একটি তদন্ত কমিটি করে দিয়েছিরাম। তদন্ত রিপোর্টে অভিযোগটি সঠিক প্রমাণিত হওয়ায় উর্ধতন কতৃপক্ষ তার বিরোদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিয়েছে। তবে আরও তদন্ত হচ্ছে এখনো পরোপুরি তদন্ত শেষ হয়নি। এ বিষয়ে উপসহকারী কৃষি অফিসার শফিকুল ইসলামের  নিকট জানতে চাইলে তিনি জানান আমার বিরোদ্ধে অভিযোগটি ভিত্তিহীন। আমি ষড়যন্ত্রের স্বিকার হয়েছি আমার বিরোদ্ধে ষড়যন্ত্র করে এমনটা করা  হয়েছে।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat