×
  • প্রকাশিত : ২০২৫-০২-০৫
  • ৫ বার পঠিত
মোঃ জয়নাল আবেদিন জয়
 রাজশাহী জেলা প্রতিনিধি 

রাজশাহীর পবা উপজেলা পরিষদে গুলি ছুড়ে ও হাতবোমা বিস্ফোরন ঘটিয়ে টেন্ডার বাক্স লুটের ঘটনার একজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত মো: জামাল উদ্দিন (৩৮) রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার ভূগরইল গ্রামের মো: কাশেম মোল্লার ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৩ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১০ টায় থেকে দুপুর ১ টা পর্যন্ত পবা উপজেলায় ১২ টি হাটের “বাংলা ১৪৩২ সনের জন্য ইজারার দরপত্র” দাখিলের সময় শাহমখদুম থানার পবা উপজেলা পরিষদ ইউএনও অফিসে দরপত্র জমা নিয়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছুড়ে ও হাতবোমা ফাটিয়ে বক্সটি ভাংচুর করে দাখিলকৃত দরপত্রগুলো ছিনতাই করে নিয়ে যায়। এসময় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে একজন গুরুতর আহত হয়। এ ঘটনায় পবা উপজেলা কর্তৃপক্ষ শাহমখদুম থানায় একটি মামলা রুজু করে।

মামলা রুজু পরবর্তীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের নির্দেশনায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলাটির তদন্ত কার্য শুরু করে।

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মঈনুল ইসলাম, পিপিএম এর দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক মো: হাসানুজ্জামান ও তার টিম পবা উপজেলা পরিষদের টেন্ডার বাক্স লুটের আসামিকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রাখে। গতকাল ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ২:৩০ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি জামাল উদ্দিনকে শাহমখদুম থানার ভূগরইল গ্রামে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat