রাজশাহী’র বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার শহীদ অধ্যাপক আঃ ওয়াহেদ মন্ডলের ২৩ তম মৃত্যুবার্ষিকী সফল করতে আগামী ১২ ফেব্রুয়ারি তাহেরপুরে বিএনপির যুগ্ন মহাসচিব এ্যাড রুহুল করিব রিজভী আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৪ ফেব্রুয়ারি সকাল ৩ ঘটিকায় তাহেরপুর পৌর অডিটোরিয়ামে,তাহেরপুর পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু সঞ্চালনায় ও সাবেক মেয়র রাজশাহী বিএনপির অন্যতম সদস্য আবু নঈম মোঃ সামসুর রহমান মিন্টু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিনিয়রর যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম মারসাল, তিনি বলেন, ঐকবদ্ধ ছাড়া কোন বিকল্প নাই,স্বৈরাচারী শক্তিকে রুখে দিতে আমরা বদ্ধপরিকর।
রাজশাহী জেলা বিএনপির সদস্যসচিব বিশ্বনাথ তার বক্তব্য বলেন, জনগনের স্বার্থে,জাতির স্বার্থে,সংগঠনের স্বার্থে, বিএনপির স্বার্থে,তারেক রহমানের স্বার্থে ঐ গনশত্রুদের রুখে দিতে সবাইকে এক হয়ে থাকতে হবে।
আরও বক্তব্য রাখেন,বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ডিএম জিয়াউর রহমান জিয়া, বাগমারা উপজেলা বিএনপির সদস্য সচিব কামাল হোসেন।
এছাড়াও বাগমারা সেচ্ছাসেবকদল আহবায়ক রাজু আহম্মেদ, মোশারফ হোসেন শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপি,শ্রীপুর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক সালাম পারভেজ,গোয়ালকান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বকুল সরদার, তাহেরপুর পৌর যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম রফিক, তাহেরপুর পৌর ছাত্রদলের সভাপতি সোহেল রানা,তাহেরপুর কলেজ ছাত্রদলের সভাপতি বাসার,তাহেরপুর কৃষকদলের আহবায়ক আলাল উদ্দিন,তাহেরপুর পৌর সেচ্ছাসেবক দল সদস্য সচিব, আশরাফুল ইসলাম,তাহেরপুর পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক সোহেল সরদার,তাহেরপুর পৌর যুবদল নেতা হালিম, তাহেরপুর যুবদল নেতা নাসিম ইসলাম সুজন,সহ বাগমারা সহ ১৬ টি ইউনিয়ন ও দুই টি পৌরসভার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন, ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবকদল, কৃষকদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি আয়োজন সফল করতে বিভিন্ন দিকনির্দেশনা ও গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেছেন।