সরকারি একটি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে আরফান উদ্দীন শেখ। সে শারীরিক প্রতিবন্ধী। সোমবার (১৪ আগস্ট) সকালে ‘অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ’ অনুষ্ঠানে আসে হুইলচেয়ার নিতে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন।
অন্যান্যদের মাঝে শিশু আরফানও সুযোগ পায় কিছু বলার। এ সময় তার আবেগঘন উপস্থিত বক্তব্য শুনে কেঁদে ফেলেন এমপি। পরে মঞ্চ থেকে নেমে দর্শকসারিতে বাবার সাথে বসা আরফানকে জড়িয়ে ধরে চুমু খেয়ে ফের কেঁদে ফেলেন। এ সময় দর্শকদের সারিতেও অনেককেই কাঁদতে দেখা গেছে।
জানা যায়, সোমবার ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত ১৫ জন প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। এ উপলক্ষে এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল মনসুরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভুইয়া, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেগম ফজিলাতুন্নেছা ছাড়াও সহকারী শিক্ষা কর্মকর্তারা।
এক এক করে অনেকেই বক্তব্য রাখার এক পর্যায়ে বক্তব্য দিতে আসে উপজেলা মোয়াজ্জেমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আরফান উদ্দীন শেখ।
আরফান তার বক্তব্যে নিজের কথা তুলে ধরা ছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীনতা এনে দেওয়ার কথা বলে। পরে এমপি তুহিনের কর্মকাণ্ড নিয়ে কথা বলার একপর্যায়ে এমপি মঞ্চে বসেই আবেগাপ্লুত হয়ে যান, তিনি কেঁদে ফেলেন। পরে নিচে নেমে দর্শকসারিতে গিয়ে আরফানকে জড়িয়ে ধরে কাঁদেন। এই দৃশ্য দেখে উপস্থিত সকলেই হতবিহ্বল হয়ে পড়েন।
পরে এমপি তুহিন তার বক্তব্যে বলেন, আমার আর কিছু চাওয়া পাওয়ার নেই।
আমি যে সফল তা প্রমাণ করে দিয়েছে এই অবুঝ শিশু। ভাগ্যে থাকলে আগামিতে জনতাই রায় দেবেন। এটা আমার বিশ্বাস।
এ জাতীয় আরো খবর..