সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ
নিজের বিয়েতে আনন্দে আত্মহারা ছিলেন। বিয়ের আসরে পৌঁছে ও নাচ থামছিল না।পরক্ষণেই ঘটল বিপত্তি। ঘোড়ার পিঠে চড়ে নাচতে নাচতে লুটিয়ে পড়লেন পাত্র। হাসপাতালে নিয়ে যেতেই তাঁকে মৃত বলে ঘোষণা করলেন চিকিৎসকরা। বিয়ের আসরে পাত্রের এমন মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। সূত্রে প্রকাশ, ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের শেওপুর জেলায়। পুলিশ জানিয়েছে, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি ) রাতে ঘটনাটি ঘটে। মৃতের নাম প্রদীপ জাট। তিনি কংগ্রেসের প্রাক্তন যুবনেতা ছিলেন। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, ঘোড়ায় চড়ে বিয়ের আসরে ঢোকেন তিনি। নাচতে নাচতেই ঘোড়ার সামনে ঝুঁকে পড়েন। সকলেই নাচে মত্ত ছিলেন। কয়েকজন আবার পাত্রীকে ঘিরে ছিলেন। প্রাথমিকভাবে কারও চোখে পড়েনি। পাত্রকে কিছুক্ষণ লুটিয়ে থাকতে দেখে হঠাৎ একজন ছুটে এসে তাঁকে ঘোড়া থেকে নামানোর চেষ্টা করেন। নাচ থামিয়ে বাকিরাও ছুটে আসেন তখন। দ্রুত প্রদীপকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কার্ডিয়াক অ্যারেস্টে ২৬ বছর বয়সি তরুণের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।