×
  • প্রকাশিত : ২০২৫-০২-১৬
  • ৫২ বার পঠিত
বিলাইছড়ি উপজেলাধীন ২নং কেংড়াছড়ি ইউনিয়নে গ্রাম ভিত্তিক ভিডিপি ও মৌলিক প্রশিক্ষণ (মহিলা ও পুরুষ) ৩য় ধাপ (২০২৪  - ২০২৫ অর্থবছর)।

মোঃ মোজাফ্ফার আহমেদ (আফজাল)  বিলাইছড়ি প্রতিনিধি, রাঙ্গামাটি । 

গ্রাম ভিত্তিক ভিডিপি ও মৌলিক প্রশিক্ষণ (মহিলা ও পুরুষ) ৩য় ধাপ (২০২৪  - ২০২৫ অর্থবছর), 

উদ্বোধনী অনুষ্ঠান ও প্রশিক্ষণের সময়কাল ১৬ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ পর্যন্ত মোট ১০(দশ) কার্যদিবস।

প্রশিক্ষণের স্থান: কেংড়াছড়ি জোন সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেংড়াছড়ি, বিলাইছড়ি, রাঙ্গামাটি পার্বত্য জেলা। 

আয়োজনে: উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় - বিলাইছড়ি, রাঙ্গামাটি পার্বত্য জেলা। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেনঃ 
মো: হাসিবুল হাসান - উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা।
মো: মিজানুল হক -  উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক। 
মল্লিকা চাকমা - উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষিকা। 
মোসা: লাইলী বেগম - ২নং কেংড়াছড়ি ইউনিয়ন আনসার ভিডিপি দলনেত্রী। 

১ম দিন যা শিখানো হয়েছে তা নিম্নরূপঃ
১. ভিডিপি ও আনসার বাহিনীর স্লোগান: শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র  আমরা।
২. ভিডিপি পূর্ণরূপ/( VDP) : -  গ্রাম প্রতিরক্ষা বাহিনী / ( village defence party) 
৩. ভিডিপি প্রতিষ্ঠিত হয় : ০৫/০১/১৯৭৬খ্রিষ্টাব্দ।
৪. সাংবিধানিকভাবে এটা একটি আইন-শৃঙ্খলা বাহিনী। 
৫. ১৯৯৫ সাল ধারা এই বাহিনী আনসার আইন ধারা প্রতিষ্ঠিত হয়। 
৬. ভিডিপি ও আনসার বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয় অধীনে। 
৭. প্রত্যেক গ্রামে ভিডিপির সদস্য ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলা সদস্য নিয়ে একটি গ্রাম প্লাটুন গঠিত হয়। 
৮. ভিডিপি হচ্ছে স্বেচ্ছাসেবক বাহিনী  বা সহকারী যোদ্ধা।
৯. রাষ্ট্রের ক্রান্তি লগ্নে ভিডিপি ও আনসার বাহিনীকে মোতায়েন করা হয়। 
১০. বসে বসে সাবধান ও আরাম এবং দাঁড়িয়ে সাবধাব ও আরাম শিখানো হয়। 

ভিডিপি ও আনসার বাহিনীর প্রধান ( মহাপরিচালক)ঃ 
 মেজর জেনারেল - আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ (director general -  Abdul Motalab  Sajjad Mahmud)  -(D.G)।

মোঃ হাসিবুল হাসান বিলাইছড়ি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা  এর সভাপতিত্ব  উদ্বোধনী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় এবং শেষ করেন। 

সর্বশেষ গড় হাজিরা ১০০% উপস্থিত থাকার বিশেষ নির্দেশনা দেন।  

সময়কালঃ
সকাল ৮ :০০ ঘটিকা থেকে শুরু দুপুর ১৩:০০ টায় শেষ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat