×
সদ্য প্রাপ্ত:
ভাণ্ডারিয়ায় যুব মহিলা লীগ সভাপতি গ্রেপ্তার কিশোরগঞ্জে রাস্তা সংস্কারের দাবিতে প্রায় ১ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন আউটার স্টেডিয়ামে নয়, বিজয় মেলা হবে শিশু পার্কের উচ্ছেদকৃত স্থানে দিনাজপুরের বীরগঞ্জের ইউএনওকে প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ চুরি করতে গিয়ে আওয়ামী লীগ নেতা আটক ঝিনাইগাতীতে বিধবা নারীকে মৃত দেখিয়ে ভাতা বাতিল করল সমাজসেবা অধিদপ্তর কুমিল্লা অশোকতলায় বাড়ি থেকে ডেকে এনে ছুরিকাঘাতে যুবককে হত্যা সোমেশ্বরী নদী থেকে নির্বিচারে বালু লুটপাট বন্ধ করলো বিজিবি ডিমলায় ট্রাক্টরের চাপায় শিশুর মৃত্যু আটপাড়া ডিসেম্বর মাসের বিভিন্ন দিবস উপলক্ষে আলোচনা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৩
  • ৬৭ বার পঠিত
সকাল সকাল ক্রিকেটারদের একটা দল গেল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে। সেখানে জাতীয় দলের ট্রেনার নিক লি ক্রিকেটারদের ফিটনেসের ‘ইয়ো ইয়ো’ টেস্ট নিয়েছেন। দুপুরে আরও এক দল ক্রিকেটার ইনডোরে একই পরীক্ষা দিয়েছেন। প্রায় ২১-২২ জন ক্রিকেটার আজ এ পরীক্ষায় অংশ নেন। 

আজকের ফিটনেস পরীক্ষার জন্য ইয়ো ইয়ো স্কোরের মানদণ্ড ধরা হয়েছিল ১৮.৬। জানা গেছে, ফিটনেসের এ পরীক্ষায় সর্বোচ্চ ১৯.৫ স্কোর উঠেছে, যা পেয়েছেন জাতীয় দলের বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন। ১৯.৩ পেয়েছেন তরুণ পেসার তানজিম হাসান। বাকিরাও খুব একটা খারাপ করেননি। বেশির ভাগ ক্রিকেটারই নাকি ১৭ থেকে ১৮-এর মতো পেয়েছেন। 

বিসিবি সূত্র জানিয়েছে, ক্রিকেটাররা কোন অবস্থায় আছেন তা দেখতেই এই ফিটনেস পরীক্ষা। এ পরীক্ষায় উতরাতে না পারলেও দুশ্চিন্তার কিছু নেই।

ফিটনেসে সর্বোচ্চ নম্বর পেয়েছেন নাজমুল হোসেন
দুই দফা ফিটনেস পরীক্ষার পর আজ ট্রেনার নিক লি সাংবাদিকদের জানিয়েছেন, ‘সবার (টেস্টের) পারফরম্যান্স প্রায় একই রকম ছিল। এখানে এমন ক্রিকেটারও ছিল, যারা সাম্প্রতিক সময়ে জাতীয় দলের আশপাশে ছিল না অথবা চোটে ছিল বা দলের বাইরে ছিল। তাদের কিছুটা কম ছিল। তবে সব মিলিয়ে কেউই কম গতিতে ছিল না। সবাই মোটামুটি একই ব্রাকেটে ছিল।’

গত দুই দিন ক্রিকেটারদের মেডিকেল পরীক্ষা হয়েছে। আজ হলো ফিটনেস টেস্ট। এবার ৩২ ক্রিকেটারের এই দল থেকে এশিয়া কাপের জন্য ২১-২২ জনের প্রাথমিক দল ঘোষণা করবেন নির্বাচকেরা। তাদের নিয়েই আগামী ৮ আগস্ট শুরু হবে ক্রিকেটারদের স্কিল ক্যাম্প। জাতীয় দলের কোচদের এর মধ্যেই ঢাকায় এসে পৌঁছানোর কথা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat