×
  • প্রকাশিত : ২০২৫-০২-০৩
  • ৫ বার পঠিত
সাগর হোসাইন,বদলগাছী,প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে দুই পরিবারের বাচ্চাদের খেলাধুলাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে মারামারি। ঘটনাস্থলেই আসলাম হোসেন (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়।

১ ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যা ৭ টায় দিকে বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ননুজ গ্রমে এই ঘটনাটি ঘটে। নিহত আসলাম হোসেন ননুজ গ্রামের মৃত খাজামুদ্দিনের ছেলে এবং আসলাম পেশায় একজন ভ্যানচালক ছিলেন বলে জানাযায়।


স্থানীয় সূত্রে জানা গেছে, ১লা ফেব্রুয়ারি বিকেলে জমিতে বাচ্চাদের খেলাধুলাকে কেন্দ্র করে নুনুজ গ্রামের আসলাম হোসেনের ছেলে মারুফ (৯) কে চরথাপ্পর মারে একই গ্রামের শাহীন হোসেনের মেয়ে সাকিলা (১৪)। এই নিয়ে পরবর্তীতে উভয় পরিবারের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। কথা কাটাকাটির এক পর্যায়ে সন্ধ্যার সময় উভয় পরিবারের মধ্যে মারামারি লেগে যায়। এতে আসলাম হোসেন ঘটনা স্থলেই নিহত হয়। আসলাম হোসেনের মারা যাওয়ার খবর পেয়ে শাহীন হোসেন বাড়িতে তালা দিয়ে পরিবারের লোকজনদের নিয়ে পালিয়ে যায়। রাত ১১টার দিকে বদলগাছী থানা পুলিশ খবর পেলে ঘটনাস্থল পরিদর্শনে যায়। লাশের সুরুতহাল রিপোর্ট করে। রবিবার সকাল ১১ টায় লাশটি ময়নাতদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেই।


বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) শহজাহান আলী বলেন, বাচ্চাদের খেলাধুলাকে কেন্দ্র করে চরথাপ্পর ও কিলঘুষি মারে, লাঠিদিয়েও হয়তো বারি দেয়। শুনলাম যে আশেপাশে লাঠিও ছিলো। সেই আঘাতেই হয়তো আসলাম মারা গেছে। রোববার বিকেলে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat