×
  • প্রকাশিত : ২০২৫-০২-০৩
  • ১৫ বার পঠিত
মোঃ জনি খান,মোহনগঞ্জ,নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে ২২ পিস ইয়াবাসহ সুজাত মিয়া (৩৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আজ রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে। 
এরআগে শনিবার রাতে উপজেলার মাঘান বাজার এলাকা থেকে তাকে ইয়াবাসহ আটক করা হয়। 
মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 
আটক সুজাত উপজেলার গৌরকান্দা গ্রামের রেহান উদ্দিনের ছেলে। 
পুলিশ জানায়, সুজাত একজন মাদক কারবারি।  দীর্ঘদিন ধরে  মাদক কারবার চালিয়ে আসছিল। গত শনিবার রাতে গোপন সংবাদে মাঘান বাজার এলাকা থেকে ২২ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় তাী বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ওসি মো. আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় সুজাতের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে। পরে রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat