×
  • প্রকাশিত : ২০২৫-০২-০৩
  • ৯ বার পঠিত

 রংপুর জেলা প্রতিনিধি:

প্রথম সন্তান জন্মদানের জন্য গত ২৭ জানুয়ারী রংপুর নগরীর রোজ হাসপাতালে ভর্তি হন মিঠাপুকুর উপজেলার মুসাপুর গ্রামের প্রসূতি সেলিনা খাতুন(২০)। পরিবারের অভিযোগ  হাসপাতাল কতৃপক্ষ ডেলিভারির পাঁচ দিন পর ভুল রক্ত প্রবেশ করায় শনিবার বিকেলে মৃত্যু হয়েছে তার।



মৃতের বাবা হুজুর আলী অভিযোগ করে বলেন,আমার মেয়ের রক্তের প্রয়োজন ছিল না কিন্তু হাসপাতাল কতৃপক্ষ বারবার রক্ত দেবার জন্য চাপ প্রয়োগ করছিলো।আজ দুপুরে ভুল রক্ত দেয়ার সে মৃত্যু বরণ করেছে।আমার মেয়েকে ওরা(হাসপাতাল কতৃপক্ষ) মেরে ফেলেছে আমি এর বিচার চাই।


প্রসূতির ভাই মহিদুল ইসলাম অভিযোগ করে বলেন,রোগী নিজেই বলেছে যে তিনি সুস্থ আছেন তার কোন রক্ত দিতে হবে না।হাসপাতাল কতৃপক্ষ কেন তাকে রক্ত দিলো।আমি এর বিচার চাই।


পরিবারের অন্য স্বজনরা অভিযোগ করে বলেন,ভুল চিকিৎসার কারণে মৃত্যু হয়েছে আমরা এর বিচার চাই।


এদিকে রোগীর চাচা মশিউর রহমান জানান,পারভেজ নামে এক ব্যাক্তির মাধ্যমে রোগীর স্বজনদের সাথে সমোঝোতা করেছেন হাসপাতাল কতৃপক্ষ।


এবিষয়ে হাসপাতাল কতৃপক্ষ  গা ঢাকা দেয়ায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


ডেপুটি সিভিল সার্জন ডা.মোঃরুহুল আমিন বলেন,কিছুক্ষণ আগে ঘটনা শুনেছি।ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি তবে আগামীকাল রোজ হাসপাতাল কতৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat