মাসুদ রানা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হঠাৎ বেড়ে গেছে আটোরিকশা চুরি ও ছিনতাইয়ের ঘটনা। উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের পাঁচপীর মাজার সংলগ্ন ভাগলপুর গ্রামে একটি গ্যারেজের তালা ও শাটার ভেঙ্গে ৫টি অটোরিকশা নিয়ে গেছে চোরের দল। শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে চুরির এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে গ্যারেজের মালিক মোঃ আলী হোসেন সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এতে তিনি উল্লেখ করেন, তিনি ভাগলপুরে নিজ বাড়িতে একটি অটোরিকশার গ্যারেজ তৈরি করে এতে পাঁচটি অটোরিকশা রাখতেন। তিনি নিজেও একটি অটোরিকশা চালাতেন।
শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে গাড়ি গ্যারেজে রেখে ঘুমাতে যান। শনিবার ভোরে প্রতিবেশীরা তাকে ঘুম থেকে ডেকে তুলে জানান, তার গ্যারেজের তালা ভাঙ্গা ও শাটার খোলা, ভিতরে কোনো অটোরিকশা নেই। বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে অবশেষে শনিবার রাতে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
সোনারগাঁও থানার সেকেন্ড অফিসার এস আই মোঃ মাসুদ জানান, মোঃ আলী হোসেন নামে এক ব্যাক্তি তার গ্যারেজের তালা ভেঙ্গে ৫টি অটোরিকশা চুরির অভিযোগ করেছেন। এ ব্যাপারে সোনারগাঁও থানার এসআই আব্দুল জলিলকে তদন্তভার দেওয়া হয়েছে।
এস আই আব্দুল জলিল বলেন, অভিযোগের কপি হাতে পেয়ে অটোরিকশা চোর সিন্ডিকেটদের ধরতে অভিযান চালানো হচ্ছে।