×
  • প্রকাশিত : ২০২৫-০২-০৩
  • ৯ বার পঠিত
সুজন চক্রবর্তী, আসাম( ভারত) প্রতিনিধিঃ
ভারতের রাজধানী হওয়া সত্ত্বতে ও ন‍্যূনতম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত দিল্লির বহু মানুষ। দিল্লির আপ সরকারকে নিশানা করে বিস্ফোরক বিদেশমন্ত্রী এস জয়শংকর। তিনি বলেছেন, দিল্লির বর্তমান পরিস্থিতির জন‍্য বিদেশের মাটিতে ও লজ্জায় পড়তে হয় তাঁকে। অনেক তথ‍্য লুকিয়ে যেতে হয়। জয়শংকর বলেন, " যখন আমি কোনও বিদেশ সফরে যাই, আমাকে একটা জিনিস লুকাতে হয়। আমাকে লজ্জায় পড়তে হয় বিদেশে গিয়ে এটা বলতে যে, দেশের রাজধানীতে বসবাস করা বহু মানুষ ন‍্যূনতম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। বাড়ি পান না, জলজীবন মিশনের অধীনে জল পান না, আয়ুষ্মান ভারতের অধীনে স্বাস্থ‍্য পরিষেবা পান না।" জয়শংকরের বক্তব্য, " এটা খুব দুর্ভাগ্যজনক যে, গত ১০ বছরে দিল্লি পিছিয়ে পড়েছে। দিল্লিবাসীর একটা বড় অংশ ন‍্যূনতম সুযোগ সুবিধা পাচ্ছে না।" বিদেশমন্ত্রীর অভিযোগ," আপের আমলে মানুষ দিল্লিতে বিশুদ্ধ জল, বিদ‍্যুৎ, গ‍্যাস সিলিন্ডার এবং স্বাস্থ‍্য পরিকাঠামোর অধিকার থেকে বঞ্চিত। সরকার যদি ন‍্যূনতম এই পরিষেবা না দিতে পারে, তাহলে সরকার বদলে ফেলুন।" 
উল্লেখ্য, আগামি বুধবার (৫ ফেব্রুয়ারি ) দিল্লির ৭০ আসনে বিধানসভা ভোট। ক্ষমতাসীন আম আদমি পার্টিকে পরাস্ত করতে এবার দিল্লিতে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে বিজেপি। লড়াইয়ে কংগ্রেস ও। বিজেপি ১০ বছরের প্রতিষ্ঠান বিরোধিতাকে হাতিয়ার করতে চাইছে রাজধানীতে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat