মোঃ মোজাফ্ফার আহমেদ (আফজাল) বিলাইছড়ি প্রতিনিধি, রাঙ্গামাটি
বিলাইছড়ি উপজেলা বাজার সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধবিহারের সংস্থার প্রধান ও বিহারের প্রধান ভদন্ত দেবতিষ্য থেরো মহোদয়ের উদ্যোগে সমাবেত প্রার্থনার অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের এক বাণীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনা করে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় মহান নেতা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রবর্তিত ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকিয়ে রাখার অবিনাশী দর্শন। তাহার আত্মার সুখ শান্তি কামনায় সমবেত প্রার্থনা।
আয়োজনে : পালবার লিং সেন্টার শিশুসদন সংস্থা ও বিলাইছড়ি বাজার সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধবিহার।
এ জাতীয় আরো খবর..