×
  • প্রকাশিত : ২০২৫-০১-২৩
  • ১১ বার পঠিত
নাহিদ মিয়া, হবিগঞ্জ
হবিগঞ্জের মাধবপুরে ছিনতাইকৃত সিএনজি অটোরিকশাসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। 
বুধবার (২২ জানুয়ারি) রাত ব্যাপি হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ওসি নন্দন কান্তি ধর এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর উপজেলার উচাইল থেকে একজন, মাধবপুর উপজেলার মনতলা থেকে একজন ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সহায়তায় ব্রাহ্মণবাড়িয় সদর থেকে ছিনতাইকৃত সিএনজি অটোরিকশাসহ একজন আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেন। ধৃত ডাকাত দলের সদস্যরা হলো, হবিগঞ্জের মাধবপুর উপজেলার হারিছপুর গ্রামের ছোয়াব আলীর পুত্র মো: নাছির মিয়া (৫৫), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাদুঘর এলাকার তারা মিয়ার পুত্র ইয়াছিন মিয়া (২৬) ও একই উপজেলার মালিহাতা এলাকার মৃত সাঈদ মিয়ার পুত্র মো: শাফি মিয়া (৩৮)। হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ওসি নন্দন কান্তি ধর সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামিসহ পাঁচজন গত ১৯ জানুয়ারি রাতে মাধবপুর উপজেলার দরগা গেইট এলাকা থেকে যাত্রী হিসেবে হবিগঞ্জের লাখাই যাওয়ার কথা বলে একটি সিএনজি অটোরিকশা ভাড়া নিয়ে পথিমধ্যে চালকের হাতপা বেধে রাস্তায় ফেলে সিএনজি অটোরিকশা নিয়ে যায়। ধৃত আসামিদের আদালতে সোপর্দ করার কার্যক্রম প্রকৃয়াধীন আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat