সুজন চক্রবর্তী, আসাম( ভারত) প্রতিনিধিঃ
ভারতের স্বাধীনতা নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এবার আরএসএস প্রধান মোহন ভাগবতকে গ্রেফতারের দাবি তুললেন রাহুল গান্ধী। কংগ্রেস সাংসদের অভিযোগ, ভাগবত যে মন্তব্য করেছেন তা শুধু স্বাধীনতার অপমান নয়, রাষ্ট্রদ্রোহী মন্তব্য। অবিলম্বে তাঁকে গ্রেফতার করা উচিত। রাহুলের আরও দাবি, এটা অন্য কোনও দেশে হলে এতক্ষনে গরাদের পিছনে জায়গা হত আরএসএস প্রধানের। বুধবার (১৫ জানুয়ারি ) ভারতের রাজধানী দিল্লিতে কংগ্রেসের নয়া দলীয় দপ্তর ইন্দিরা ভবন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাহুল গান্ধী। সেখানেই মোহন ভাগবতের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, " ভাগবত যে মন্তব্য করেছেন তা রাষ্ট্রদ্রোহীতার সামিল। কারণ ওনার দাবি অনুযায়ী এই সংবিধান অবৈধ, ইংরেজদের বিরুদ্ধে যে লড়াই হয়েছিল তা অবৈধ। ভারত ছাড়া অন্য কোনও দেশে এই ধরনের মন্তব্য করা হলে এতক্ষণে তাঁকে গ্রেফতার করে নেওয়া হত।" একই সঙ্গে রাহুল বলেন, " মোহন ভাগবত যে মন্তব্য করেছেন তা আপা মোর ভারতবাসীর অপমান। সময় এসেছে এই ধরনের চিন্তাধারার বিরুদ্ধে লড়াইয়ের।"
এ জাতীয় আরো খবর..