মনিরুজ্জামান রাসেল, স্টাফ রিপোর্টার শেরপুর
শেরপুরে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলের সমর্থকরা মিছিল করেছেন। ১৫ জানুয়ারি বুৃধবার দুপুরে শহরের জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে এ মিছিল বের হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
এসময় বিএনপি নেতা এ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, এ্যাডভোকেট এমকে মুরাদুজ্জামান, মো. আক্রামুজ্জামান রাহাত, মো. মানিক, মোহাম্মদ শওকত হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি জেলা বিএনপির আহবায়ক কমিটি স্থগিত করার পর থেকেই শহরে জেলা বিএনপির সাবেক সভাপতি মাহমুদুল হক রুবেল ও সাবেক আহবায়ক মো. হযরত আলীসহ কয়েকজন বিএনপি নেতার পক্ষে মিছিল করছেন তাদের সমর্থকরা।
এ জাতীয় আরো খবর..