×
  • প্রকাশিত : ২০২৫-০১-১৫
  • ২২ বার পঠিত
রিয়াজ স্টাফ রিপোর্টার শেরপুর 

শেরপুরের ঝিনাইগাতীতে সিএনজিভর্তী ভারতীয় মদসহ ৪জন গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিনের নির্দেশে থানা পুলিশ এক অভিযান চালিয়ে উপজেলার ডেফলাই গ্রাম থেকে ভারতীয় মদ ও একটি সিএনজি চালিত অটো রিক্সা আটক করে।

পুলিশ জানায়, সিএনজি চালিত অটো রিক্সায় মদগুলো পাচারের সময় আটক করা হয়। খোজ পেয়ে চালক পালিয়ে গেলেও হলদীগ্রাম (জিরোপয়েন্ট) এর মৃত জসিম উদ্দিনের ছেলে  আবু (৩৫), ডাকাবর গ্রামের কাঁলাচান এর ছেলে জুয়েল(৩০), বাঐবাধা গ্রামের মৃত ছাত্তার এর ছেলে বিল্লাল (৪০) কে গ্রেপ্তার করা হয়। এ ব্যপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে থানা অফিসার ইনচার্জ মো. আল আমিন দৈনিক ইনকিলাবকে জানিয়েছেন।
 
এ ব্যপারে ঝিনাইগাতী পুলিশের সীমান্তবর্তী এলাকাগুলোতে মাদক পাচার রোধে নিয়মিত অভিযান চলছে। জব্দকৃত মদ ও সিএনজি থানায় রাখা হয়েছে, এবং আসামিদের আইনি প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হবে। মাদক নির্মূলে থানা পুলিশের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat