×
  • প্রকাশিত : ২০২৫-০১-১৫
  • ১১ বার পঠিত
মোঃ সুমন খান রাজস্থলী 
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া আবাসিক হিন্দু পাড়া সার্বজনীন শ্রী শ্রী মগদ্বেশ্বরী মাতৃমন্দিরের ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভ উত্তরায়ণ তিথিতে মহতী ধর্মসভা ও অষ্ট প্রহরব্যাপী শ্রী শ্রী অখন্ড হরিনামযঞ্জ ও মহোৎসব সম্পন্ন হয়েছে।
মহোৎসব উপলক্ষে গত ১৪ জানুয়ারি সোমবার  বিকালে সংগীত অনুষ্ঠান ও গীতা পাঠ প্রতিযোগিতা এবং সন্ধ্যা ৭ ঘঠিকার সময় মন্দির প্রাঙ্গণে এক মহতী ধর্মসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উৎসব উদযাপন কমিটির সভাপতি প্রিয়লাল দত্ত।
অনুষ্ঠানে প্রধান ধর্মীয় আলোচক ছিলেন,সনাতন ঋষি আশ্রমে অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ,বিশেষ আলোচক ছিলেন বাঙ্গালহালিয়া জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অভোদানন্দ  মহারাজ, বাঙ্গালহালিয়া রাধা মদন গোপন গিড়িধারী সেবা কুঞ্জের অধ্যক্ষ মাধব গৌর দাস বাবাজি।অনুষ্ঠান পরিদর্শন করেছেন বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য কাইয়ুম হোসেন মিরাজ, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য শিমুল দাশ,ইউপি সদস্যা বাপ্পী দেব,মন্দির পরিচালনা কমিটির  সাধারণ সম্পাদক হারাধন কান্তি দাস, মনোরঞ্জন দাস, অর্থ সম্পাদক লিটন কান্তি দাস, বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুমন কান্তি দে,জিকু বসাক,লিটন দত্ত ,আশিষ বিশ্বাস,বিকাশ বিশ্বাস, অজিত চন্দ্র তালুকদার,নয়ন চৌধুরী,জগদীশ দেবনাথ পুজন,সাংবাদিক মিন্টু কান্তি নাথ সহ এলাকার সনাতনী নর-নারী ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। মঙ্গলবার দ্বিপ্রহরে শ্রী শ্রী মায়ের পূজা ও ভোগ নিবেদন শেষে আনন্দ বাজারে অন্নপ্রসাদ আস্বাদন করা হয়। উৎসবে মহাপ্রসাদ নিতে আশা ভক্তরা আনন্দ বাজারে অন্নপ্রসাদ  আস্বাদন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat