মাইনুদ্দিন আল আতিক, কুয়াকাটা:
পটুয়াখালীর মহিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’ পরিচালিত সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আশা সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সেবা নিতে আশা কয়েকজন রোগীর সাথে কথা বলে জানা যায়, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, হাতে ব্যথাসহ স্ট্রোক ও বাতজনিত ব্যথা নিয়ে ফ্রি ক্যাম্প উপলক্ষে সেবা নিতে এসেছেন তারা। বিশ্ব ফিজিওথেরাপি দিবসে ফ্রি সেবা পেয়ে তারা আনন্দিত।
আশা মহিপুর সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রের ফিজিওথেরাপিস্ট সাইফুল ইসলাম বলেন, ‘দিনব্যাপী বিনামূল্যে ফিজিওথেরাপি সেবা, ফিজিওথেরাপি সচেতনতা সভা ও ফিজিওথেরাপি ইকুপমেন্ট প্রদান করা হয়েছে। ফ্রি ক্যাম্প উপলক্ষে দূর-দূরান্ত থেকে অনেক বয়স্ক লোকজন এসেছেন। এখন পর্যন্ত অর্ধশতাধিক রোগীকে ইকুইপমেন্টসহ পরামর্শ ও সেবা প্রদান করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সরকারি কোনো স্বাস্থ্য কমপ্লেক্স বা হাসপাতালে এই ফিজিওথেরাপি সেবা চালু না থাকায় প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র রোগীরা সেবা থেকে বঞ্চিত। তাই আমরা এই সেবা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছি।’
এ জাতীয় আরো খবর..