‘শেষ ভালো যার, সব ভালো তার’—কথাটা মনে রেখে বার্সেলোনা আগামীকাল তাদের শেষটা ভালোয় ভালোয় করতে পারলেই হয়!
প্রাক্–মৌসুম প্রস্তুতি নিতে এবার যুক্তরাষ্ট্রে গেছে জাভি হার্নান্দেজের বার্সেলোনা। সেখানে প্রস্তুতির অংশ হিসেবে চারটি প্রীতি ম্যাচ খেলার কথা বার্সার। ইউরোপের ছয় পরাশক্তি ক্লাব নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের একটা কেতাবি নামও দেওয়া হয়েছে; সকার চ্যাম্পিয়নস ট্যুর। লেভানডফস্কি–গুন্দোয়ান-পেদ্রিদের ম্যাচ চারটি জুভেন্টাস, আর্সেনাল, রিয়াল মাদ্রিদ ও এসি মিলানের বিপক্ষে। কিন্তু মার্কিন মুলুকে লেভারা এখন পর্যন্ত তিক্ত অভিজ্ঞতার সঙ্গীই হয়েছেন বেশি।
দলের ১৪ খেলোয়াড় অসুস্থ হয়ে পড়ায় গত ২৩ জুলাই জুভেন্টাসের সঙ্গে ম্যাচটি বাতিল করতে বাধ্য হয় বার্সা। ২৭ জুলাই মাঠে ফিরেই আর্সেনালের কাছে হারতে হয়েছে ৫–৩ ব্যবধানে। ৩০ জুলাই এল ক্লাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩–০ ব্যবধানের জয়ে যুক্তরাষ্ট্রে মনে রাখার মতো একটি দিন এসেছিল। কিন্তু আগামীকাল এসি মিলানের বিপক্ষে শেষ ম্যাচ খেলতে নামার আগে আবার দুর্ভোগে বার্সা।
এবারের দুর্ভোগটা কারও অসুস্থতাজনিত কিংবা মাঠের লড়াইয়ে হারের কারণে নয়, বিরূপ প্রকৃতির কারণে। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দিপোর্তিভো ও স্পোর্ত জানিয়েছে, টেক্সাসের ডালাস থেকে নেভাডার লাস ভেগাসে যাওয়ার পথে বালুঝড়ের কবলে পড়েছে বার্সা। জাভির দল গন্তব্যে পৌঁছেছে সাড়ে ৪ ঘণ্টা পর। দেরিতে পৌঁছানোয় বার্সার কেউই সংবাদমাধ্যমের সামনে যেতে পারেননি। খেলোয়াড়েরা তাঁদের ক্রীড়াসামগ্রী ঠিক সময় বুঝে না পাওয়ায় নির্ধারিত অনুশীলনসূচিও বাতিল করা হয়েছে।
আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৯টায় লাস ভেগাসের আলেজায়ান্ট স্টেডিয়ামে ইতালিয়ান ক্লাব এসি মিলানের মুখোমুখি হবে বার্সা। স্প্যানিশ চ্যাম্পিয়নরা রিয়ালের বিপক্ষে তাদের শেষ ম্যাচ খেলেছিল টেক্সাসের আর্লিংটনে। সেখান থেকে গাড়িতে ডালাস বিমানবন্দরে যায় জাভির দল। ডালাস থেকে যে বিমানে লাস ভেগাসে যাওয়ার কথা ছিল বার্সার, সেটা কানাডা থেকে এসেছে বেশ দেরিতে।
বিমানবন্দরে দীর্ঘ সময় অপেক্ষার পর লাস ভেগাসগামী বিমানে চড়লে বালুঝড়ের কবলে পড়েন লেভা–টের স্টেগেনরা। সব মিলিয়ে কাল বাংলাদেশ সময় রাত ১০টার দিকে ডালাস থেকে বিমান ছাড়ার কথা থাকলেও ছেড়েছে আজ ভোররাত তিনটার দিকে। আর লাস ভেগাসে পৌঁছেছে সকাল ১০টার দিকে।
পৌঁছাতে দেরি হওয়ায় সংবাদমাধ্যমের মুখোমুখি না হয়েই বার্সা দল লাস ভেগাস বিমানবন্দর থেকে সরাসরি চলে যায় স্থানীয় পামস হোটেলে। ভ্রমণের ধকল কাটিয়ে উঠতে না পারায় অনুশীলনও করেনি। পিএসজির সঙ্গে চুক্তি প্রায় পাকাপাকি হওয়ায় উসমান দেম্বেলের দলের সঙ্গে যাওয়া নিয়ে দোলাচল চলছিল। শেষ পর্যন্ত লাস ভেগাসে গেছেন দেম্বেলে। তবে আগামীকাল তাঁর না খেলার সম্ভাবনাই বেশি।
এ জাতীয় আরো খবর..