এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার আদর্শ সদর উপজেলার অশোকতলা এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ জাকির ও লিটন নামে দুই ব্যক্তিকে আটক করেছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভোর রাতে জেলার আদর্শ সদর উপজেলার অশোকতলা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে।
সেনাবাহিনী সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে জেলার সদর উপজেলার অশোকতলা এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, বেশ কয়েক রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করা হয়। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা তদন্তে সহায়ক হতে পারে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান আটককৃত আসামিদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
এ জাতীয় আরো খবর..