×
  • প্রকাশিত : ২০২৫-০১-২২
  • ১৭ বার পঠিত
সাজাপ্রাপ্ত-চাঁদাবাজী মামলার আসামীসহ ছয়জন গ্রেফতার
‎গোলাম মোরশেদ,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর থানাপুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এবং চাঁদাবাজী মামলার আসামীসহ মোট ছয়জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।

‎রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান,মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সম্প্রতি দায়েরকৃত চাঁদাবাজী মামলার আসামী এবং অন্য আরো একটি মামলার সাজাপ্রাপ্ত আসামী আব্দুল মালেক ওরফে ডলার (৩৮) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ডলার উপজেলার কালীগ্রাম মাঝিপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। এছাড়া একই রাতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী উপজেলার গিরিগ্রামের আহম্মেদ আলীর ছেলে জাকির হোসেন (৪৫) ও ঘোষগ্রামের রকিম উদ্দীনের ছেলে সিরাজ উদ্দীন (৩৫)কে গ্রেফতার করা হয়েছে। এছাড়া আদালতের গ্রেফতারী পরোয়ানামুলে উপজেলার গিরিগ্রামের অবির আলীর ছেলে শুকুর উদ্দীন (৪০),সিলমাদার গ্রামের ছোবহান আলীর ছেলে জার্মান আলী (৪০) ও মধ্যরাজাপুর গ্রামের আক্কাস আলীর ছেলে আসলাম আলী (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat